রাজনৈতিক বিরোধীতা দূরে রেখেই সোমবার কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর ৭৩তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইটারে মোদী লেখেন, "সোনিয়া গান্ধীজিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করি।"
প্রধানমন্ত্রীর পাশাপাশি কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারাও সোনিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে দেশজুড়ে ধর্ষণের মতো ঘটনার বাড়বাড়ন্ত এবং নারী সুরক্ষার ক্ষেত্রে ক্রমবর্ধমান উদ্বেগের বাতাবরণের মাঝে সোনিয়া গান্ধী তাঁর জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন, কংগ্রেস সূত্র মারফত এমনটাই খবর। কংগ্রেসের টুইটার থেকে বলা হয়েছে, “কংগ্রেস সবচেয়ে দীর্ঘকালীন সভাপতি সোনিয়া গান্ধীর চরিত্রের দৃঢ়তা কংগ্রেসকে অনুপ্রাণিত করে চলেছে। তাঁর শক্তি, মর্যাদা, মমতা আমাদের একজোট করেছে এবং আমাদেরকে আরও শক্তিশালী করে তুলেছে। আমরা তাঁকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।"
এদিন সকালেই সোনিয়া গান্ধীকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের সিনিয়র নেতা কুমারী সেলজা, মণীশ তিওয়ারি, রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট, মিলিন্দ দেওড়া, মহিলা কংগ্রেসের প্রধান সুস্মিতা দেব, যুব কংগ্রেসের প্রধান শ্রীনিবাস বি ভি।
Read the story in English