শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। রবিবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
জ্বর ও পেটে ব্যাথা নিয়ে সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হন বলে হাসপাতাল সূত্রে জানা যায়। তবে তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
অসুস্থতার কারণে শনিবার বাজেট পেশের সময়ও সংসদে হাজির হতে পারেননি কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী। তবে, ছিলেন রাহুল গান্ধী। এদিন হাসপাতালেও উপস্থিত হন রাহল ও প্রিয়াঙ্কা।
সত্তরোর্ধ্ব সোনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। এর আগেও চিকিৎসার জন্য একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে তাঁকে। সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে দলনেত্রীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন হাত শিবিরের নেতা, কর্মীরা।
Read the full story in English