সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তির শিকার হলেন হাওড়া-খড়গপুর রেল শাখার যাত্রীরা। আদিবাসীদের রেল অবরোধের জেরে সকাল থেকেই এই শাখায় ব্যাহত ট্রেন চলাচল। তবে শুধু ওই শাখাতেই নয়, দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-ভদ্রক ও খড়গপুর-আদ্রা শাখাতেও রেল চলাচল বিঘ্নিত হয়েছে। আদিবাসীদের সংগঠন 'ভারত জাকাত মাঝি পরগণা মহল'-এর ডাকে ১২ ঘণ্টার রেল অবরোধে এই ভোগান্তি বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর। অলচিকি ভাষাকে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আদিবাসীদের ওই সংগঠন ১২ ঘণ্টার রেল অবরোধ ডেকেছে আজ।
আদিবাসীদের ডাকা রেল অবরোধের জেরে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক বিধান চন্দ্র। তিনি জানিয়েছেন যে, রেল অবরোধের জেরে শালিমার-ভুজুডি আরণ্যক এক্সপ্রেস, খড়গপুর-হাতিয়া প্যাসেঞ্জার, খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার, খড়গপুর-ঝাড়গ্রাম প্যাসেঞ্জার স্পেশাল, সাঁতরাগাছি-ঝাড়গ্রাম প্যাসেঞ্জার, খড়গপুর-ভদ্রক প্যাসেঞ্জার ও আদ্রা-শালিমার রাজ্যরানি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।
চরম ভোগান্তির শিকার হলেন হাওড়া-খড়গপুর রেল শাখার যাত্রীরা।
আরও পড়ুন, উসকানির অভিযোগে গ্রেপ্তার উত্তর দিনাজপুরের বিজেপি সভাপতি
অন্যদিকে, দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, বেশ কিছু দূরপাল্লার ট্রেনসহ লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে। শেষ খবর পাওয়া অনুযায়ী, পুরুলিয়া এক্সপ্রেস আদ্রা স্টেশনে আটকে বলে জানা গিয়েছে। বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ায়, সমস্যায় পড়েছেন যাত্রীরা। সকাল ৬টা থেকে আদিবাসীদের ওই সংগঠন রেল অবরোধে শামিল হয়েছে বলে জানা গিয়েছে।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে আরও জানা গিয়েছে, শালবনী, বালিচকে রেল অবরোধ করা হয়। অন্যদিকে, চাতনা স্টেশনে রেললাইনে পতাকা পুঁতে রেল অবরোধে শামিল হয়েছেন বিক্ষোভকারীরা। ১২ ঘণ্টার রেল অবরোধ হলেও, কিছুক্ষণের মধ্যেই অবরোধ উঠে যাবে বলে রেল সূত্রে খবর।