বৃহস্পতিবারের ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ভারতীয় সময় শনিবার ভোর রাতে ফের কেঁপে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া অঞ্চল, এবার কম্পনের তীব্রতা ৭.১। সংবাদ সংস্থা এপি-কে স্থানীয় বাসিন্দা এবং আধিকারিকরা জানিয়েছেন, কম্পনের ফলে অসংখ্য বাড়িতে ফাটল ধরেছে, নানা জায়গায় লেগেছে আগুন, এবং আহত হয়েছেন বহু সংখ্যক মানুষ।
বৃহস্পতিবারের ৬.৪ তীব্রতার কম্পনের তুলনায় আরও অনেক জোরালো এই ভূমিকম্প গত ২০ বছরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বৃহত্তম, এবং মূল কম্পনের পরেও ছোটবড় কম্পন টের পাওয়া যায় বহুক্ষণ পর্যন্ত।
মার্কিন সময় শুক্রবার রাত ৮.১৫ নাগাদ নড়ে ওঠে গোটা অঞ্চল, এবং মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষণ (জিওলজিক্যাল সার্ভে) জানায়, তীব্রতার প্রাথমিক অনুমান ৬.৯ থেকে ৭.১ এর মধ্যে ঘোরাফেরা করছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রিজক্রেস্ট থেকে ১১ মাইল (প্রায় ১৮ কিমি) দূরে অবস্থিত। এই এলাকাতেই অনুভূত হয় বৃহস্পতিবারের ভূমিকম্পও।
কার্ন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র মেগান পিয়ারসন সংবাদ সংস্থা এপি-কে জানান, বহু সংখ্যক আঘাত এবং আগুনের খবর আছে তাঁদের কাছে, কিন্তু বিস্তারিত এখনও জানেন না তাঁরা। কাউন্টির তরফে একটি আপৎকালীন আশ্রয় খোলা হয়েছে।
কম্পনের ফলে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে বন্ধ হয়ে যায় কার্ন রিভার ক্যানিয়নে স্টেট রুট ১৭৮, যেখান থেকে প্রত্যক্ষদর্শীদের তোলা ছবিতে দেখা যাচ্ছে, মাটির ভেতরে ঢুকে গিয়েছে রাস্তার একাংশ।
স্যান বারনারডিনো কাউন্টির দমকলকর্মীরা জানিয়েছেন, বহু বাড়িতে ফাটল ধরেছে এবং একটি সামান্য আঘাতের খবর রয়েছে।
ওদিকে ১৫০ মাইল (২৪০ কিমি) দূরে লস অ্যাঞ্জেলেস শহরে অন্তত ৩০ সেকেন্ড ধরে দুলতে থাকে হাজার হাজার আকাশচুম্বী বাড়িতে অবস্থিত বহু সংখ্যক বাড়ি এবং অফিস।