Advertisment

তালিবানের পক্ষ নিয়ে মন্তব্য! দেশদ্রোহ ধারায় অভিযুক্ত অখিলেশের দলের সাংসদ

Kabul Update Today: দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরির চেষ্টা (১৫৩-এ), উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত (২৯৫-এ)-এর মতো ধারাতেও অভিযুক্ত সফিকুর রহমান।

author-image
IE Bangla Web Desk
New Update
কাবুল, Taliban, Sedition

সফিকুর রহমান। ছবি: এএনআই/ ট্যুইটার

Kabul Update Today: তালিবানের পক্ষ নিয়ে দেশদ্রোহ ধারায় অভিযুক্ত সপা সাংসদ সফিকুর রহমান। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে তালিবানের পক্ষে মোট প্রকাশ করেই বিতর্কে জড়িয়েছেন এই প্রবীণ সাংসদ। তাঁর বিরুদ্ধে আইপিসির ১২৪-এ (দেশদ্রোহ) ধারায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা রাজেশ সিঙ্ঘল। তালিবানের আফগানিস্তান দখলকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেন এই সপা সাংসদ।   

Advertisment

শুধু দেশদ্রোহ নয় আইপিসির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা তৈরির চেষ্টা (১৫৩-এ), উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত (২৯৫-এ)-এর মতো ধারাতেও অভিযুক্ত সফিকুর রহমান। এদিকে, আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সন্ধেয় উচ্চপর্যায়ের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে আফগানিস্তানে ভারতের রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন-সহ কাবুল থেকে উড়িয়ে আনা আধিকারিকরাও ছিলেন। সূত্রের খবর, বৈঠকে মোদী সবাইকে আশ্বস্ত করেছেন, ভারতের সাহায্যপ্রার্থী আফগান ভাই-বোনদের পাশে থাকবে ভারত। সবরকম ভাবে সাহায্য করা হবে তাদের।

প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, ভারত শুধুমাত্র নিজের নাগরিকদেরই নয়, ভারতে আসতে আগ্রহী শিখ-হিন্দু সংখ্যালঘুদের শরণ দেবে। আফগান ভাই-বোনদের সবরকম ভাবে সাহায্য করবে ভারত। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা-সহ শীর্ষ আধিকারিকরা।

সরকারি সূত্রের খবর, ভারত এখন গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ কৌশল নিচ্ছে। তবে আফগানিস্তানে নতুন তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে প্রথম বা শেষ দেশ, কোনওটাই হতে চায় না ভারত। পরবর্তী পদক্ষেপের জন্য দিল্লি অন্য গণতান্ত্রিক দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলবে। আপাতত কাবুলে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করবে ভারত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

SP MP Afghanisthan Today Sedition Charge Taliban bjp uttar pradesh
Advertisment