কল্পবিজ্ঞানের গল্প এবার সত্যি হল বলে। চাঁদে ঘুরতে যাবেন জাপানের শিল্পপতি উসাকু মাইজাওয়া। ২০২৩ এর মধ্যেই স্পেস এক্স রকেটে চেপে উসাকু পাড়ি দেবেন চাঁদে, জানিয়েছেন স্পেস এক্স কর্তৃপক্ষ। পেশায় শিল্পী মাইজাওয়া তাঁর ভ্রমণসঙ্গী হিসেবে সাথে নেবেন কয়েকজন বন্ধুকেও।
১৯৭২-এর মার্কিন অ্যাপোলো অভিযানের পর এই প্রথম চাঁদের মাটিতে পা রাখতে চলেছে মানুষ। এর আগে মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে চাঁদে নভশ্চর পাঠানো হয়েছিল। উসাকুই প্রথম "প্রাইভেট প্যাসেঞ্জার"। স্পেস এক্সের তরফ থেকে এলন মাস্ক ঘোষণা করেছেন, বিগ ফালকন রকেটে তাঁকে চাঁদে পাঠাবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন,
ছয় দিনের এই চাঁদ সফরে চন্দ্র পৃষ্ঠের ১২৫ মাইল নিকট অবধি পর্যটকদের স্পেস এক্স নিয়ে যাবে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ৬০বার মহাকাশে উৎক্ষেপণ করেছে স্পেস এক্স। এই সংস্থার রকেটগুলি পুনর্ব্যবহারযোগ্য। মহাকাশে গিয়ে ফেরত আনা যায়, পরে আবার ব্যবহার করা যায়। য়ুসাকুর চাঁদ ভ্রমণের খরচ পড়বে ৫ বিলিয়ন মার্কিন ডলার। ইতিমধ্যে অনেকটা টাকাই অগ্রিম দিয়ে দিয়েছেন তিনি।
বছর ৪২-এর উসাকুর ট্যাঁকের জোর নিয়ে কোনও কথা না বললেও চলে। জাপানের এক ফ্যাশন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা তিনি। সে দেশের প্রথম ১৮জন ধনী ব্যক্তির মধ্যে তিনি একজন। যদিও তাঁর চাঁদে বিলাস ভ্রমণের খরচ কত, তা এখনও জানা যায়নি।
ক্যালিফোর্নিয়ায় স্পেস এক্সের সদর দফতর থেকে উসাকু জানিয়েছেন, "খুব অল্প বয়স থেকেই চাঁদে যাওয়াটা আমার স্বপ্ন ছিল"।
তা উসাকু যখন বছর পাঁচেকের মধ্যে সফর সেরে ফিরছেন, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। চাঁদিপুর নয়, চেক প্রজাতন্ত্রও না, একেবারে চাঁদেই কাটিয়ে আসুন পুজোর ছুটিটা।