ভারতে এসে গণধর্ষণের শিকার এক স্প্যানিশ মহিলা। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করে ৩ জনকে আটক করেছে। জানা গিয়েছে ওই স্প্যানিশ মহিলা তার স্বামীর সঙ্গে ভারতে ঘুরতে আসেন। এবার এই ঘটনায় কংগ্রেস সরকারকে নিশানা করেছে বিজেপি। একই সঙ্গে চম্পাই সরেন সরকারের মন্ত্রী দাবি করেছেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কাউকে রেয়াত করা হবে না।
বিজেপি বিধায়ক অনন্ত ওঝা বিদেশি মহিলাকে গণধর্ষণের ঘটনা ঝাড়খণ্ডের জন্য একটা কালো দাগ। তিনি আরও বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা একেবারে ভেঙ্গে পড়েছে এই ঘটনা তারই প্রমাণ। রাজ্যে বিদেশিরাও নিরাপদ নয়। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সরকারের।
স্প্যানিশ মহিলাকে গণধর্ষণের ঘটনায় ঝাড়খণ্ডের মন্ত্রী বান্না গুপ্তা বলেছেন, ‘অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’। কংগ্রেস বিধায়ক আম্বা প্রসাদ বলেছেন যে ঝাড়খণ্ডের দুমকা জেলায় এক স্প্যানিশ মহিলাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমাদের সরকার অপরাধীদের কোনভাবেই রেয়াত করবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাতে রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে হাঁসডিহা থানা এলাকার কুরুমাহাটে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ট্যুরিস্ট ভিসায় ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে ভারতে ঘুরতে এসেছিলেন।