Advertisment

মেহুলকে ছাড়াই দেশে ফিরলো বিশেষ চাটার্ড বিমান, বিশ বাঁও জলে Choksi প্রত্যর্পণ

বিদেশ মন্ত্রক এবং সিবিআই আধিকারিকরা ওই বিমানে ডমিনিকা যান চোকসিকে প্রত্যপর্ণ করতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mehul Choksi, PNB Fraud Case, Dominika Republic, Anitiga, CBI

মেহুল চোকসি। ফাইল ছবি

PNB Scam: মেহুল চোকসিকে ছাড়াই দেশে ফিরলো বিশেষ চাটার্ড বিমান। ডমিনিকা থেকে মাদ্রিদ হয়ে দিল্লি ফিরেছে কাতার এয়ারওয়েজের ওই বিশেষ বিমান। বিদেশ মন্ত্রক এবং সিবিআই আধিকারিকরা ওই বিমানে ডমিনিকা যান চোকসিকে প্রত্যপর্ণ করতে। এই সংক্রান্ত মামলা সে দেশের সুপ্রিম কোর্টে চললেও, এখনও রায় দেয়নি আদালত।

Advertisment

তাই খানিকটা হতাশ হয়েই পিএনবি-কাণ্ডে অভিযুক্ত চোকসিকে ছাড়াই শনিবার সকালে ভারতে ফিরলো সেই বিমান।

এদিকে, ডমিনিকায় প্রবেশের পর এখন আদালতে চলছে মেহুল চোকসির নামে মামলা। সম্প্রতি যে ছবি প্রকাশ পেয়েছে সেখানে দেখা গিয়েছে হাঁটতে পারছেন না পিএনবি কেলেঙ্কারী মামলায় ধৃত এই হীরে ব্যবসায়ী। হুইলচেয়ারে করে আদালতে প্রবেশ করতে দেখা গিয়েছে তাঁকে। এই অবস্থায় যেন তাঁকে অ্যান্টিগুয়ায় ফিরিয়ে আনা যেতে পারে তার জন্য ব্রিটেনের রানিকে চিঠি লিখবেন মেহুলের স্ত্রী প্রীতি।

তিনি জানিয়েছেন যে তাঁর স্বামী যাতে ন্যায়বিচার পান সেই দিকটি নিশ্চিত করতেই এই চিঠি লিখবেন তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে প্রীতি জানিয়েছেন, “রানির কাছে আবেদনের জন্য ড্রাফট তৈরি করছি। আমি তাঁকে এটাই জানাব যে মেহুলকে অপহরণ করে নিয়ে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এ বিষয়ে তিনি যাতে হস্তক্ষেপ করেন তার আর্জি জানাব। এছাড়াও অ্যান্টিগায় যাতে মেহুলকে ফিরিয়ে দেওয়া হয় তা নিশ্চিত করতেও আবেদন করব।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

pnb scam Mehul Choksi Dominic Republic Antigua
Advertisment