scorecardresearch

জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত পুলিশ আধিকারিক

নিহত পুলিশ আধিকারিক খুশবু জান বলে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুশবুর উপর গুলি চালিয়েছে জঙ্গিরা।

jammu kashmir, জম্মু কাশ্মীর
জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত সোপিয়ানের পুলিশ আধিকারিক। প্রতীকী ছবি।

আবারও জঙ্গিদের গুলিতে রক্ত ঝরল উপত্যকায়। জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হল স্পেশাল পুলিশ আধিকারিকের। তাঁর বাড়ির সামনেই কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী গুলি চালায় বলে খবর। জখম অবস্থায় প্রথমে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়। নিহত পুলিশ আধিকারিক খুশবু জান বলে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুশবুর উপর গুলি চালিয়েছে জঙ্গিরা।

ইতিমধ্যেই এ ঘটনায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Special police officer shot dead by militants in shopian jammu kashmir