Advertisment

এসপিজি আইন লঘু করেছে আগের সরকার, অভিযোগ অমিত শাহের

অমিত শাহ বলেছেন, এসপিজি তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রীদের সুরক্ষা দেবার জন্য এবং এই সংশোধনীর মাধ্যমে এসপিজি আরও কার্যকর হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah, এঝউ

ফাইল ছবি

এসপিজি (সংশোধনী) বিল পাশ হলে তা এই বিলের আসল উদ্দেশ্যকেই সাধিত করবে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় একথা বলেছেন। তিনি বলেছেন, ১৯৮৮ সালে এ বিল আনা হয়েছিল কেবলমাত্র প্রধানমন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রীদের নিরাপত্তা দেবার জন্য।

Advertisment

গান্ধী পরিবারের সদস্য সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কাকে এসপিজি নিরাপত্তা দেবার প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলে আগের সরকার আসল আইনকে লঘু করেছে। অমিত শাহ বলেছেন, এসপিজি তৈরি করা হয়েছিল প্রধানমন্ত্রীদের সুরক্ষা দেবার জন্য এবং এই সংশোধনীর মাধ্যমে এসপিজি আরও কার্যকর হবে।

মোদী সরকার সম্প্রতি গান্ধী পরিবারের সদস্যদের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করেছে। সংশোধনী বিলে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা যদি সরকারি আবাসস্থলে না থাকেন, তাহলে তাঁরা এসপিজি নিরাপত্তা পাবেন না- একইসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁদের পরিবার পাঁচ বছরের বেশি এই নিরাপত্তা পাবেন না বলে জানান হয়েছে।

এসপিজি (সংশোধনী) বিলে প্রস্তাব করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীদের এসপিজি নিরাপত্তা প্রত্যাহৃত হবার সঙ্গে সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রত্যাহার করা হবে।

আরও পড়ুন: ‘রাজনীতি নেই’, গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার নিয়ে সংসদে বললেন নাড্ডা

বিলে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের নিকটজনদের সরকারি ভবনে এসপিজি  নিরাপত্তা দেওয়া হবে, এবং অন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁদের পরিবারের নিকটজন, যাঁরা নির্ধারিত বাসভবনে থাকবেন, তাঁরা প্রধানমন্ত্রী নিজ পদ থেকে সরে যাবার পাঁচ বছর পর্যন্ত এই নিরাপত্তা পাবেন।

বর্তমান আইনানুসারে, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা যেখানেই থাকুন না কেন, এই নিরাপত্তা পেয়ে থাকেন। লর্তমান আইনানুসারে তাঁদের এসপিজি নিরাপত্তার কোনও সময়সীমা নেই, কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগগুলির পাওয়া রিপোর্টের ভিত্তিতে এই নিরাপত্তার বিষয়টি ঠিক হয়।

ইন্দিরা গান্ধী মারা যাবার এক বছর পর, ১৯৮৫ সালে এসপিজি তৈরি করা হয়। সংসদে এসপিজি আইন পাশ হয় ১৯৮৮ সালে। সে সময়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বা তাঁদের পরিবারের সদস্যরা এই আইনের আওতায় পড়তেন না। ভিপি সিং সরকার তাঁর পূর্বসূরি রাজীব গান্ধীর এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছিলেন।

১৯৯১সালে রাজীব গান্ধীর হত্যার পর প্রাক্তন প্রধানমন্ত্রীদের এসপিজি নিরাপত্তার বিষয়ে আইন সংশোধন করা হয়। ওই সংশোধিত আইনানুসারে প্রাক্তন প্রধানমন্ত্রী ও তাঁদের পরিবার অন্তত ১০ বছর এসপিজি নিরাপত্তা পেয়ে থাকেন।

amit shah
Advertisment