Advertisment

SpiceJet Worker Slapped CISF Officer: বিমান বন্দরে ধুন্ধুমার! CISF জওয়ানকে সপাটে চড়, স্পাইসজেটের মহিলা কর্মীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

গ্রেফতার করা হয়েছে ওই মহিলা কর্মীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
jaipur airport SHO Ral Lal said the ASI called for a female colleague for the security check, but the argument escalated and the SpiceJet employee slapped him.

জয়পুর বিমানবন্দরের এসএইচও রাল লাল বলেছেন যে এএসআই নিরাপত্তা পরীক্ষার জন্য একজন মহিলা সহকর্মীকে ডেকেছিল, কিন্তু তর্ক বেড়ে যায় এবং স্পাইসজেটের কর্মচারী তাকে চড় মারেন। (স্ক্রিনগ্রাব/ পিটিআই)

SpiceJet Worker Slapped CISF Officer: জয়পুর বিমানবন্দরে সিকিউরিটি স্ক্রীনিং নিয়ে বিতর্কের পর কর্তব্যরত সিআইএসএফ অফিসারকে চড় মারার অভিযোগ স্পাইসজেটের এক মহিলা কর্মচারীর বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই ওই মহিলা কর্মীকে গ্রেফতার করেছে।

Advertisment

বিমানবন্দরে সিআইএসএফ অফিসারকে চড় মারার গুরুতর অভিযোগ স্পাইসজেটের এক মহিলা কর্মচারীর বিরুদ্ধে। সিকিউরিটি স্ক্রিনিং-য়ের সময় স্পাইসজেটের ওই মহিলা কর্মচারীর সঙ্গে সিআইএসএফ জওয়ান বাদানুবাদ জড়িয়ে পড়েন। এরপরই স্পাইসজেটের ওই মহিলা কর্মী সিআইএসএফ জওয়ানকে সপাটে চড় মারেন বলে অভিযোগ। ঘটনার জেরে শোরগোল পড়ে যায় বিমানবন্দরে। এদিকে এই ঘটনায় স্পাইসজেটের ওই মহিলা কর্মীকে গ্রেফতার করা হয়। যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে।

ঠিক কী ঘটেছিল? স্পাইসজেটের ফুড সুপারভাইজার অনুরাধা রানীকে জয়পুর বিমানবন্দরের গেটে থামিয়ে দেন সহকারী সাব-ইন্সপেক্টর গিরিরাজ প্রসাদ। ঘড়ির কাঁটায় তখন ভোর ৪টে। পুলিশ এবং সিআইএসএফ আধিকারিকরা জানিয়েছেন যে বিমান সংস্থার কর্মীদের অন্য গেট দিয়ে যেতে বলা হলে তিনি ওই নিরাপত্তা কর্মীকে চড় মারেন। এর পরে, অনুরাধা রানীর বিরুদ্ধে ভারতীয় জাস্টিস কোড (বিএনএস) ধারায় একটি মামলা দায়ের করা হয় এবং বর্তমানে তদন্ত চলছে।

তবে, এই ক্ষেত্রে, স্পাইসজেট ওই মহিলা কর্মীর পাশে দাঁড়িয়েছে। স্পাইসজেটের মুখপাত্র বলেছেন যে মহিলা কর্মচারীর বিমানবন্দর প্রবেশের বৈধ পাস ছিল। এর পরেও সিআইএসএফ আধিকারিকরা তাঁর সঙ্গে অশালীন ভাষা ব্যবহার করেন। শুধু তাই নয়, সিআইএসএফ কর্মী ওই মহিলাকে কুপ্রস্তাব দেন বলেও অভিযোগ। স্পাইসজেট যৌন হয়রানির অভিযোগে সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে।

আরও পড়ুন - < Kolkata Fire: ফের শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলে পুড়ে খাক কারখানা >

ঘটনা প্রসঙ্গে সিনিয়র সিআইএসএফ আধিকারিক বলেছেন, "মহিলার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতাআর করা হয়েছে"। এটিকে "যৌন হয়রানির গুরুতর ঘটনা" বলে অভিহিত করে, স্পাইসজেট একটি বিবৃতিতে অভিযোগ করেছে যে সিআইএসএফ অফিসার মহিলা কর্মীর বিরুদ্ধে "অনুপযুক্ত ভাষা" ব্যবহার করেছেন। সিআইএসএফ অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে ওই জওয়ান কেবল "তার দায়িত্ব পালন করছেন"। পুলিশ জানিয়েছে, তারা উভয় পক্ষের দাবির ভিত্তিতে তদন্ত শুরু করছে।

Spicejet Jaipur airport
Advertisment