বিমানে সিটের পরিবর্তে টয়লেট কমোডে বসেই মুম্বই থেকে বেঙ্গালুরু পাড়ি যাত্রীর। দরজা ভেঙে বের করা হয় ওই ব্যক্তিকে। এমনই ঘটনার জেরে রীতিমত তোলপাড় পড়ে যায় মুম্বই থেকে বেঙ্গালুরুগামী স্পাইসজেটের বিমানে।
মুম্বই থেকে বেঙ্গালুরুগামী স্পাইসজেটের বিমানে প্রযুক্তিগত সমস্যার কারণে টয়লেটের দরজা আটকে চরম বিপত্তি। প্রায় ১০০ মিনিটের যাত্রায় এক যাত্রী টয়লেটে আটকে ছিলেন। যার কারণে পুরো যাত্রাই তিনি বিমানের টয়লেটের ভেতরেই কাটিয়ে দেন।
মিডিয়া রিপোর্ট অনুসারে বিমানের টয়লেটের দরজা বন্ধ থাকায় এক পুরুষ যাত্রী প্রায় ১০০ মিনিট টয়লেটে আটকে ছিলেন। যাত্রার পুরো সময়টাই তিনি সিটের বদলে টয়লেটের কমোডে বসেই কাটিয়ে দেন। বিমানটি কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে সেখানকার ইঞ্জিনিয়াররা দুই ঘণ্টার চেষ্টায় টয়লেটের দরজা ভেঙে ওই ব্যক্তিকে বের করে আনেন। এরপর ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
তোলপাড় ফেলা রিপোর্ট : < India-China Clash:গালওয়ানেই থেমে থাকেনি চিন, সীমান্তে একাধিক হামলা ড্রাগনের দেশের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য >
রিপোর্ট অনুযায়ী, এই পুরো ঘটনাটি ঘটেছে ১৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে। স্পাইসজেট বিমান SG-268 মুম্বই বিমানবন্দর থেকে ওড়ার কিছু সময়ের মধ্যেই সিটে বসা এক যাত্রী টয়লেটে যান। এরপর টয়লেটের দরজা কোন ভাবে আটকে যায়এবং তিনি ভিতরে আটকে যান।
ক্রু মেম্বাররা বাইরে থেকে দরজা খোলার যথাসাধ্য চেষ্টা করলেও দরজা খুলতে পারেনি। বেঙ্গালুরু বিমানবন্দরের অন্য এক আধিকারিক জানিয়েছেন, 'যাত্রীকে মুম্বই থেকে বেঙ্গালুরুতে টয়লেটের ভিতরে যেতে হয়েছিল। অনেক চেষ্টার পরও, যখন ক্রুরা টয়লেটের দরজাটি তালাবদ্ধ খুলতে ব্যর্থ হন তখন একটি চিরকুটে ওই যাত্রীকে আশ্বস্ত করেন বিমান সেবিকারা। তারা চিরকুটে লেখেন, 'স্যার, আমরা দরজা খোলার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আতঙ্কিত হবেন না. আমরা মাত্র কয়েক মিনিটের মধ্যে অবতরণ করতে যাচ্ছি'। বিমান অবতরণের পর মূল গেট খোলার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়াররা এসে ২ ঘন্টার চেষ্টায় ওই যাত্রীকে বের করে আনেন।