গত শনিবার পাক বিদেশ মন্ত্রী শাহ মহম্মদ কুরেশি স্বীকার করেছিলেন জইশ প্রধান মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছেন এবং এই মুহূর্তে গুরুত্বর অসুস্থ তিনি। একদিনের মধ্যেই জানালেন কাশ্মীরের পুলওয়ামা হামলা নিয়ে আজহারের সঙ্গে কথা হয়েছে। হামলার দায় স্বীকার করা হয়েছে, এমন দাবি অস্বীকার করেছে মাসুদ আজহার।
পুলওয়ামা হামলার পর এই প্রথম পাকিস্তান সরকারি ভাবে জানাল জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানের।
সম্প্রতি ইমরান খান একবার নয়, দুবার আশ্বাস দিয়ে বলেছেন, জইশ-ই-মহম্মদ নিয়ে তদন্ত করা হবে। বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে কুরেশি বলেছেন, "জইশ আসলে হামলার দায় স্বীকার করেছে কি না, তা নিয়ে ধন্ধ রয়েছে। নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, জইশ-এর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি"।
আরও পড়ুন, লাদেন পুত্র হামজার উপর নিষেধাজ্ঞা রাষ্ট্রসংঘের
কারা জইশ নেতার সঙ্গে যোগাযোগ করেছিল, প্রশ্ন করা হলে কুরেশী জানিয়েছেন , "এখানকার মানুষেরা, যারা তাদের পরিচিত"। পাঞ্জাবের আঞ্চলিক সরকার জইশের বাহাওয়ালপুরের ঘাঁটি নিজেদের দখলে এনেছে বলেই জানিয়েছেন কুরেশি। বলেছেন, "পাকিস্তানের মাটিতে কোনও সন্ত্রাসবাদী সংস্থা অথবা গোষ্ঠীকে বরদাস্ত করবে না দেশ"।
সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে কুরেশি স্বীকার করেছিলেন আজহার পাকিস্তানেই রয়েছে। কিন্তু ভারত যদি মাসুদ আজহারের বিরুদ্ধে অকাট্য প্রমাণ দিতে পারে, একমাত্র তবেই পাক প্রশাসন মাসুদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারবে।
পাকিস্তানের সরকারি গণমাধ্যম 'রেডিও পাকিস্তান' জানিয়েছে, রবিবার সৌদি আরবের বিদেশমন্ত্রী আদেল-আল-জুবের পাকিস্তানে যেতে পারেন। ভারত-পাক নিয়ন্ত্রণ রেখায় বাড়তে থাকা উত্তেজনায় দু'দেশের মধ্যে মধ্যস্থতা করার লক্ষ্যেই পাকিস্তান আস্তে পারেন তিনি।
কুরেশি জানিয়েছিলেন ভারত এবং পাক নেতৃত্বের সঙ্গে মধ্যস্থতার কথা মাথায় রেখে আলোচনায় বসার জন্য বিশেষ দূত পাঠাবে চিন।
Read the full story in English