Advertisment

জাল দুই ওষুধ বাজারে ছেয়ে গেছে, কোন কোন রোগে চূড়ান্ত সতর্ক থাকবেন?

দেশের বাজারে জাল ওষুধের কারবার নিয়ে বিভিন্ন সময় এমন একাধিক অভিযোগ সামনে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Fake liver, cancer drugs in market, regulator warns doctors, patients

জাল ওষুধ নিয়ে নতুন করে ফের উদ্বেগ।

দেশের বাজারে জাল ওষুধের ছড়াছড়ি। বিভিন্ন সময় এমন অভিযোগ সামনে এসেছে। এবার ফের একবার জাল ওষুধ নিয়ে সাধারণ নাগরিক থেকে শুরু করে রাজ্যে-রাজ্যে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা চিকিৎসক ও রোগীদের সতর্ক করল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)। বিশেষ করে প্রত্যেককে দুটি ওষুধ সম্পর্কে রীতিমতো সতর্ক থাকতে বলেছে সিডিএসসিও।

Advertisment

কোন কোন ওষুধ কেনার আগে আপনাকে এবার আরও বেশি সতর্ক হতে হবে?

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন লিভারের ওষুধ ডেফিটালিও এবং ক্যান্সারের ওষুধ অ্যাডসেট্রিসের ব্যাপারে আরও বেশি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই এই দুই ওষুধের জাল কারবার নিয়ে চূড়ান্ত উদ্বেগ প্রকাশ করেছে। ভারত-সহ বিশ্বের চারটি দেশে লিভার ও ক্যান্সারের ভুয়ো বা জাল ওষুধ ছড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই ভারত-সহ চার দেশকে সতর্ক করে দিয়েছে হু।

ডেফিটালিও একটি গুরুতর অবস্থার চিকিত্সার জন্য ব্যবহৃত হয়। যেসব ক্ষেত্রে লিভারের ভেসেলসগুলি ব্লক হয়ে যায় সেই সব রোগীদের ক্ষেত্রে এই ধরনের ওষুধের ব্যবহার করা হয়। অন্যদিকে অ্যাডসেট্রিস এক ধরনের রক্তের ক্যান্সারের চিকিত্সার জন্য ব্যবহৃত হয়।

এই দুই ওষুধ সম্পর্কে রোগী ও চিকিৎসকদের কী পরামর্শ সিডিএসসিও-র?

সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও এই দুই ওষুধ বিক্রি এবং বিলির উপর কঠোর নজরদারি রাখতে নির্দেশ দিয়েছে। তাঁদের সতর্কবার্তায় বলা হয়েছে, এই দুই ওষুধের নমুনা পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রত্যেককে সতর্কতার সঙ্গে এব্যাপারে প্রেসক্রিপশন করতে অনুরোধ করেছে সিডিএসসিও। এমনকী রোগীদেরও এব্যাপারে অতি মাত্রায় সচেতন থাকতে বলা হচ্ছে। লিভার বা ক্যানসারের ওষুধ কিনতে গেলে শুধুমাত্র অনুমোদিত দোকানে যেতেই পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, লিভারের ওষুধ ডেফিটালিও-র জাল সংস্করণ ভারত ও তুরস্কে ধরা পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে দেশের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আসল ওষুধগুলি জার্মানি এবং অস্ট্রিয়াতে প্যাকেজ করা হয়েছে। তবে ওষুধের জাল সংস্করণগুলি ব্রিটেন এবং আয়ারল্যান্ডে প্যাকেজ করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। সিডিএসসিও-র সতর্কবার্তায় আরও বলা হয়েছে, "জাল ওষুধগুলির এক্সপায়েরি ডেট ভুয়ো। ওষুধের পাতায় দেওয়া তারিখটি আদৌ সত্যি নয়।" এই ওষুধগুলি ভারত ও তুরস্কে বিক্রির কোনও বৈধ অনুমোদনও নেই।

ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, "অ্যাডসেট্রিস ইনজেকশন 50mg এর ভুয়ো সংস্করণ ভারত সহ চারটি দেশে শনাক্ত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO ইতিমধ্যেই আটটি ভিন্ন ভিন্ন ব্যাচের জাল ওষুধ শনাক্ত করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, "এই ভুয়ো ডেফিটেলিও ব্যবহারে রোগীদের জীবনহানির আশঙ্কা রয়েছে। শারীরিক একাধিক জটিলতা তৈরি হতে পারে।"

সম্প্রতি গ্যাসের ওষুধ 'ডাইজিন জেল' নিয়েও উদ্বেগ সামনে এসেছিল। অ্যাবট সংস্থার এই ওষুধের স্বাদ, রঙ, গন্ধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন একাংশের রোগীরা। এই ওষুধটি অ্যাসিড ও গ্যাস্ট্রাইটিসের রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তবে শুধুমাত্র গোয়ায় তৈরি ওষুধের ক্ষেত্রেই এই ধরনের অভিযোগ মেলে সংস্থাটির দাবি। তাঁদের দাবি, গোয়া ছাড়া অন্য জায়গায় ওই একই ওষুধের ক্ষেত্রে এমন কোনও অভিযোগ মেলেনি। সংস্থাটি গোয়ায় তৈরি ওই সব 'ডাইজিন জেল' বাজার থেকে তুলে নেওয়ার কথা জানিয়েছে। সেই ঘটনার দিন কয়েকের মধ্যেই এবার লিভার ও ক্যানসারের দুটি ওষুধ নিয়েও উদ্বেগ বাড়ল।

cancer Drugs India WHO liver medicine
Advertisment