সন্ত্রাসবাদী হামলার জেরে শ্রীলঙ্কায় জনসমক্ষে যে কোনও রকম মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ হল। ২১ এপ্রিলের ইস্টারের সকালের ভয়াবহ জঙ্গি হামলার সাত দিন পর গত রবিবার এই ঘোষণা করলেন দেশের প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনা। মুখ ঢাকা পোশাকে মুখ চিনতে সমস্যা হয় বলেই এই নিয়ম চালু করল সংশ্লিষ্ট সরকার।
"জাতীয় নিরাপত্তার স্বার্থে এই নিষেধাজ্ঞা। পরিচয় বোঝা মুশকিল হবে, এমন যে কোনও মুখ ঢাকা পোশাক যেন কেউ না পরে"। এক বিবৃতিতে জানিয়েছেন সিরিসেনা। সোমবার থেকে নিষেধাজ্ঞা জারি হবে। প্রেসিডেন্ট জানিয়েছেন তাঁর আপতকালীন ক্ষমতা ব্যবহার করে যে কোনও মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ঘোষণা করা হল।
আরও পড়ুন, ‘ভোটের পরে দেখে নেবো’! ‘হুমকি’ দিয়ে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়
রবিবারের সকালে ইস্টার চলাকালীন ধারাবাহিক বিস্ফোরণে বিধ্বস্ত হল শ্রীলঙ্কা। মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল সাড়ে তিনশ প্রাণ। ভয়াবহতার রেশ কাটিয়ে উঠতে পারেনি এখনও শহর। রয়টার্স সূত্রে খবর দু’দিন পর বিস্ফোরণের দায় নিল জঙ্গি গোষ্ঠী আইসিস। জঙ্গি গোষ্ঠীর নিজস্ব সংবাদসংস্থা আমাক মারফত জানানো হয়েছে রবিবারের আত্মঘাতী বিস্ফোরণ ইসলামিক স্টেট গোষ্ঠীর সদস্যদের দ্বারাই ঘটানো হয়েছে।
জঙ্গি হামলার পর শ্রীলঙ্কার স্থানীয় মুসলমান ধর্মগুরুরাই চেয়েছিলেন তাঁদের সম্প্রদায়ের মহিলারা যেন মুখ অনাবৃত রাখেন।
দেশের জনসংখ্যার ১০ শতাংশ মুসলিম সম্প্রদায়। তবে ধর্মীয় অনুশাসন এখানে বেশ শিথিল। তবু কিছু সংখ্যক মুসলিম মহিলা নিকাব পরেন।
Read the full story in English