ফের জঙ্গি হামলা ভূস্বর্গে। শ্রীনগরের লালচকের কাছে হরি সিংহাই স্ট্রিটের বাজারে গ্রেনেড হামলা বিস্ফোরণ হয়। ভরা বাজারে জঙ্গি হামলায় একজনের মৃত্যু হয়েছে। জখম ২৫ জন। এদেরর মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।
এই নিয়ে গত এক সপ্তাহে দু'বার জঙ্গি হামলার ঘটনা ঘটল উপত্যকায়। গত সপ্তাহে সোপরে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় জখম হন ১৯জন।
এদিন দুপুরে হামলার পর এলাকার সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। আতঙ্কিত শ্রীনগরের বাসিন্দারা। দুর্ঘটনার পর থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছে সেনা ও পুলিশ।
e
হাসপাতালে ভর্তি জখম মহিলা
গত ৫ অগাস্ট ৩৭০ ধারা বিলোপ করে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকেই উপত্যকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়। ল্যান্ডলাইন, মোবাইল, ইন্টারনেট, কেবল টিভির মতো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় তিন মাস পরে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে দাবি কেন্দ্রের। ৩১ অক্টোবর থেকে কার্যকর হয়েছে জম্মু-কাশ্মীর বিভাজন বিল।জম্মু কাশ্মীর এবং লাদাখ আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল। তার মধ্যেও ফের হামলা চালাল জঙ্গিরা। গত তিন মাসে প্রায় তিনটি গ্রেনেড বিস্ফোরণ হল জম্মু-কাশ্মীরে।
Read full story in English