Advertisment

চাকরির পরীক্ষা দিতে রাজধানীতে ভিড় কাশ্মীরিদের

চাকরির প্লেসমেন্ট শুরুর আগেই এই অবস্থা হওয়ায় দিশাহারা কাশ্মীর এনআইটির শিক্ষার্থীরা। এই অবস্থায় ওই প্রতিষ্ঠানের প্রাক্তনীদের সহায়তায় তৃতীয় বর্ষের পড়ুয়ারা দিল্লিতে এসেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চাকরির পরীক্ষা দিতে রাজধানীতে ভিড় কাশ্মীরিদের

স্তব্ধ কাশ্মীর। বিচ্ছিন্ন ছিল যোগাযোগ ব্যবস্থা। স্কুল, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো প্রায় ডকে উঠেছিল। সমস্যায় পড়েছিল বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা। চাকরির প্লেসমেন্ট শুরুর আগেই এই অবস্থা হওয়ায় দিশাহারা কাশ্মীর এনআইটির শিক্ষার্থীরা। এই অবস্থায় ওই প্রতিষ্ঠানের প্রাক্তনীদের সহায়তায় তৃতীয় বর্ষের পড়ুয়ারা দিল্লিতে এসেছে। সেখানেই চলছে চাকরির প্লেসমেন্টের পরীক্ষা।

Advertisment

কেন্দ্রীয় পদক্ষেপের ফলে জম্মু-কাশ্মীরে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। যার এই মরসুমে কোনও সংস্থাই শ্রীনগর এনআইটিতে ক্যাম্পাসিং করতে যায়নি। রাজধানীতে যে ওইসব সংস্থারই প্লেসমেন্ট ক্যাম্পাসিং শুর হয়েছেল তারও খবর পায়নি ভূস্বর্গের ছেলে মেয়েরা। তাতেই সমস্যা গভীর হয়।

আরও পড়ুন- বামেদের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়ার মল্লিকফটক

তৃতীয় বর্ষের ছাত্র অমিত কুমারের কথায়, ‘চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটেছে। পরে প্রাক্তনীদের কাছে প্লেসমেন্ট অন্য শহরের করার জন্য অনুরোধ করা হয়েছিল। তাতেই আশার আলো দেখা গিয়েছে।’ সেপ্টেম্বরের ২ তারিখও বিএসএনএলের একটি প্লেসমেন্ট পরীক্ষায় দেখা গিয়েছে উপত্যকার কেউ নেই। তার দিন দশেকের মধ্যে অবশ্য ছবিটা অন্য।

জানা গিয়েছে, কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে দেখা করে সমস্যার কথা জানানো হয়। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে এনআইটিকে অনুরোধ করা হয় যাতে আঞ্চলিক কাগজে বিজ্ঞাপন দিয়ে চাকরির প্লেসমেন্টের কথা পড়ুয়াদের জানানো হয়। বিষয়টি মেনে নেয় কলেজ কর্তৃপক্ষ। এরপরই ভিড় বাড়তে শুরু করে দিল্লি, গাজিয়াবাদে। আজিজ ও আহমেদ হল এমনই দুই পড়ুয়া যারা খুবই শীঘ্রই ক্যাম্পাসিংয়ে যোগ দেবে।

আরও পড়ুন- কোথায় রাজীব কুমার? কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের বাড়িতে তলবি নোটিস সিবিআইয়ের

এনআইটি শ্রীনগরের ডিরেক্টর রাকেশ সেহগাল বলেন, ‘প্রতিষ্ঠানের তরফে আবারও স্থানীয় কাগজে প্লেসমেন্টের বিজ্ঞাপন দেওয়া হবে। এই প্রচার আমরা করতে থাকবো।’ প্রসঙ্গত, সেহগল কাশ্মীরের পড়ুয়াদের জন্য গেটের ফর্মে সাক্ষর করতে বিগত বেশ কয়েক দিন ধরে দিল্লিতে ছিলেন। এই অবস্থা দেখে বিচলিত হয়ে পড়েছিল প্রথম ও দ্বিতীয়বর্ষের পড়ুয়ারাও। যা অনুধাবন করতে পেরে এনআইটি শ্রীনগর তাদের ফেসবুক পেজে লেখে, প্রত্যেকটি বিষয়েই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানে। উপযুক্ত পদক্ষেপ করা হবে।

Read the full story in English

jammu and kashmir
Advertisment