Advertisment

সাবস্ক্রিপশন নেই! ট্যুইটার ব্লু-টিক হারালেন শাহরুখ খান থেকে যোগী আদিত্যনাথ  

মাস্ক আগেই জানিয়েছিলেন সাবস্ক্রিপশন না থাকলে ২০ এপ্রিল থেকে 'লিগ্যাসি ব্লু টিক মার্ক' সরিয়ে নেওয়া হবে

author-image
IE Bangla Web Desk
New Update
Twitter blue tick, Twitter blue tick lost, SRK Twitter blue tick, Yogi Adityanath Twitter blue tick, Congress leaders Twitter blue tick, twitter news, indian express"

সাবস্ক্রিপশন নেই! ট্যুইটার ব্লু-টিক হারালেন শাহরুখ খান থেকে যোগী আদিত্যনাথ

ট্যুইটার থেকে সরছে ব্লু-টিক, সাবস্ক্রিপশন ছাড়া মিলবে না পরিষেবা। ইতিমধ্যেই গতকাল রাত থেকে ভারতে একাধিক সেলিব্রিটির ট্যুইটার প্রোফাইল থেকে সরিয়ে নেওয়া হয়েছে ব্লু-টিক। তালিকায় রয়েছেন বলি অভিনেতা শাহরুখ খান, অমিতাভ বচ্চন , আলিয়া ভাট সহ এই তালিকায় রয়েছেন তাবড় রাজনীতিবিদ এবং ক্রীড়া ব্যক্তিত্ব। রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী , রয়েছেন ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মাও।  

Advertisment

আসলে, আগের ঘোষণা অনুযায়ী, মাইক্রোব্লগিং সাইট টুইটার ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ফ্রি ব্লু টিকগুলি সরিয়ে দিয়েছে। যারা টুইটার ব্লু প্ল্যানের জন্য এখনও সংস্থাকে অর্থ প্রদান করেননি তাদের অ্যাকাউন্ট থেকে ব্লু টিকগুলি সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, শিক্ষামন্ত্রী অতীশি, আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন, মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল সহ অনেক সেলিব্রিটি রয়েছেন এই তালিকায়।

ইলন মাস্ক ইতিমধ্যেই এই ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে ২০ এপ্রিল ২০২৩- এর পরে, যে সমস্ত অ্যাকাউন্টগুলি এখনও সাবস্ক্রিপশন নেয়নি সেগুলি থেকে ব্লু-টিকগুলি সরানো হবে। বিশ্বব্যাপী এই নতুন নিয়ম চালু হয়েছে যে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন না থাকলে কোনও ইউজার তাঁর ট্যুইটার হ্যান্ডেলে ব্লু টিক রাখতে পারবেন না।

ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকলে ইউজাররা কম বিজ্ঞাপনের পাশাপাশি বড় ট্যুইট করার সুযোগ পাবেন সেই সঙ্গে আসন্ন ফিচারগুলির দ্রুত অ্যাকসেস পাবেন। ব্লু টিক থাকা মানে একজন ইউজারের ট্যুইটার অ্যাকাউন্টটি ভেরিফায়েড। এর পাশাপাশি ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক থাকলে একজন ইউজার ট্যুইট করার ৩০ মিনিট পরে পর্যন্ত তা এডিটের অপশন পাবেন। এছাড়াও ফুল এইচডি রেজোলিউশনের ভিডিও শেয়ার করার সুযোগও পাবেন ইউজাররা। ট্যুইটার মূলত ভুয়ো অ্যাকাউন্ট রোধে এবং আয় বাড়াতেই ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু করে।

twitter Elon Musk
Advertisment