Advertisment

ইজরায়েল নাকি প্যালেস্টাইন, কোন পক্ষে ভারত? মোদীর বার্তায় ইঙ্গিত

হামাসের আক্রমণে ভয়ঙ্কর অবস্থা প্যালেস্টাইনের।

author-image
IE Bangla Web Desk
New Update
Stand in solidarity with Israel at this difficult hour PM Modi after Hamas assault , ইজরায়েল নাকি প্যালেস্টাইন, কোন পক্ষে ভারত? মোদীর বার্তায় ইঙ্গিত

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, নরেন্দ্র মোদী, প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফের ইজরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষ। হামাসের আক্রমণে ভয়ঙ্কর অবস্থা প্যালেস্টাইনের। উদ্বিগ্ন ভারত। কঠিন সময়ে ইজরায়েলে পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার সোশাল মিডিয়া পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, 'ইসরায়েলে সন্ত্রাসবাদী হামলার খবরে গভীরভাবে মর্মাহত। আমাদের প্রার্থনা হামলার শিকার নিরাপরাধ মানুষগুলোর প্রতি এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা ইজরায়েলের সঙ্গে রয়েছি।'

Advertisment

ইজরায়েলে ভারতীয় দূতাবাসও সব নাগরিককে সতর্কতা অবলম্বন করতে এবং অপ্রয়োজনীয় চলাচল এড়াতে বলেছে। দূতাবাসের বিবৃতিতে উল্লেখ, 'ইসরায়েলের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সেখানে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী নিরাপত্তা প্রোটোকল পালন করতে হবে। অনুগ্রহ করে সতর্কতা অবলম্বন করুন, অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলুন এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকুন।'

গত কয়েক ঘন্টায় প্যালেস্টাইন থেকে ইজরায়েলে কয়েক হাজার রকেট ছোঁড়া হয়েছে। ইজরায়েলি সংবাদমাধ্যমের দাবি, গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকাগুলি লক্ষ্য করেই এই রকেট ছুড়ছে হামাস গোষ্ঠী। হামলায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। প্রচুর লোক আহত। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছেন। বলেছেন, 'আমরা যুদ্ধে রয়েছি, কোনও ছোট সেনা অভিযানে কিন্তু নেই। আমরা যুদ্ধে আছি। আজ সকালে হামাস ইজরায়েল এবং তার নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। শত্রুদের এর মূল্য দিতে হবে। আমরা যুদ্ধে আছি এবং আমরা জিতবই।'

পাল্টা প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, 'আমাদের জনগণের দখলদার সৈন্যদের সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রয়েছে।'

এই যুদ্ধে ইজরাইলকে সমর্থন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মাইক্রোব্লগিং সাইট এক্স-এ তিনি লিখেছেন, 'ইজরায়েলে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানাই। আমি এই হামলায় আক্রান্ত, তাদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি।'

/

Palestine Israel israel palestine war India modi
Advertisment