Advertisment

অল্প শ্রমিক নিয়েই শুরু হোক উৎপাদন, স্বরাষ্ট্রমন্ত্রককে অনুরোধ শিল্পমহলের

টেক্সাটাইল, অটোমোবাইল, স্টিল, ডিফেন্স এবং ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং শিল্পগুলিকে ২০ থেকে ২৫ শতাংশ শ্রমিক নিয়ে চালু করার আর্জি জানান হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি।

করোনাসংক্রমণের জেরে লকডাউন বৃদ্ধি হয়েছে আরও দু'সপ্তাহ। এদিকে ক্রমশই কঠিন হচ্ছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি। তাই এবার বন্ধ শিল্পগুলিকে সচল করতে কেন্দ্রের কাছে বিশেষ আর্জি জানাল শিল্পমহল। টেক্সাটাইল, অটোমোবাইল, স্টিল, ডিফেন্স এবং ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং শিল্পগুলিকে ২০ থেকে ২৫ শতাংশ শ্রমিক নিয়ে চালু করার আর্জি জানান হয়েছে।

Advertisment

শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য সম্প্রসারণ বিভাগ (ডিপিআইআইটি)-এর সম্পাদক গুরুপ্রসাদ মহাপাত্র স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লাকে এই মর্মে ১১ এপ্রিল একটি চিঠি দেন। যেখানে বলা হয় শ্রমিকদের সমস্ত রকম সুরক্ষা দিয়ে এবং স্বাস্থ্যবিধি মেনেই কারখানায় রাখা হবে। পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এবং মানুষের হাতে অর্থাগমকে ফিরিয়ে আনতে অবিলম্বে কারখানা খোলার ডাক দিয়েছেন তাঁরা। যদিও সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে সে কথাও জানিয়েছেন।

যদিও এই বিষয়ে গুরুপ্রসাদ মহাপাত্রকে ফোন করা হলেও তিনি চিঠি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, "আমরা বিভিন্ন সেক্টর, ইন্ডাস্ট্রি বডিস এর সঙ্গে কথা বলেছি লকডাউনের বিষয়টি সামাল দেওয়া নিয়ে। তবে আমরা সকলেই একমত যে কয়েকটি সেক্টর খোলার প্রয়োজন রয়েছে। সমস্ত রকম সুরক্ষা রেখেই সেক্টরগুলি খোলা হবে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনও সহায়তা করতে পারে।"

টিভি, ফ্রিজ, মোবাইল, এয়ার কন্ডিশনারের মতো সেক্টরগুলিরও খোলার দাবি জানিয়েছে ডিপিআইআইটি। তাঁদের বক্তব্য, "লকডাউনে গৃহবন্দি জীবনে এই দৈনন্দিন চাহিদার জায়গাগুলিকে খোলা রাখা উচিত। আর এখানে তো তেমন ভিড় ও হয়না। কিন্তু এগুলি আবশ্যক। মেরামতের ব্যবস্থার জন্যও প্রয়োজন।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment