Advertisment

আইআইটির পড়ুয়াদের স্টার্টআপ শুরুর পরামর্শ মোদীর, খড়গপুরের সমাবর্তনে আর কী বললেন?

আইআইটি পড়ুয়াদের প্রতি তাঁর পরামর্শ, 'বর্তমানে চোখ রেখে ভবিষ্যৎ অনুধাবন করুন। বর্তমানের চাহিদা অনুযায়ী কাজ করে আগামি দশ বছরের পরিকাঠামো গড়ে তুলুন।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

স্টার্টআপ শুরু করুন। উদ্যোগপতি হয়ে উঠুন। আপনাদের এই উদ্যোগ লক্ষাধিক মানুষের জীবন বদলে দেবে। সোমবার এমন আবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আইআইটি-খড়গপুরের সমাবর্তন অনুষ্ঠিত হয়। আচার্য হিসেবে সেই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন। সেই সময় তিনি পড়ুয়াদের স্টার্টআপ শুরু করতে পরামর্শ দেন। তাঁর মন্তব্য, 'আজ আপনারা ডিগ্রি লাভ করবেন। আর আগামি দিনে আপনাদের এই সাফল্যের ফল তুলবে গোটা দেশ। আইআইটি স্নাতকরা আত্মনির্ভর ভারতের ভিত্তিপ্রস্থর।' আইআইটি পড়ুয়াদের প্রতি তাঁর পরামর্শ, 'বর্তমানে চোখ রেখে ভবিষ্যৎ অনুধাবন করুন। বর্তমানের চাহিদা অনুযায়ী কাজ করে আগামি দশ বছরের পরিকাঠামো গড়ে তুলুন।' তাঁর মত, 'ইঞ্জিনিয়াররা উদ্ভাবনী শক্তিকে নিজেদের প্যাটেন্ট করে তোলার ক্ষমতা রাখে। তাই বর্তমান বাল্বের সমস্যাগুলোর ওপর কাজ করে ভবিষ্যতের জন্য সমাধান বের করুন।'

Advertisment

এদিন, স্বাস্থ্য সংক্রান্ত একটা ওয়েবিনারে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী জানান, শুধু সুস্থ করে তোলা নয়, সুস্থ রাখাও সরকারের কর্তব্য। সেই কর্তব্য পূরণে কেন্দ্রীয় বাজেটে পর্যাপ্ত বরাদ্দ করেছে অর্থ মন্ত্রক। মঙ্গলবার এই দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ওয়েবিনারে তিনি আরও দাবি করেন, ‘স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করে শুধু সুস্থ নয়, নাগরিকদের সুস্থ রাখতেও পদক্ষেপ নিচ্ছে সরকার। সেই উপলক্ষে পর্যাপ্ত বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে।’ এমনকী, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ। ওয়েবিনারে এমন মন্তব্য করেছেন তিনি।

স্বাস্থ্যক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে চিকিৎসাখরচ আরও কমানোর এটাই সুবর্ণ সময়। সেই কাজেই বাজেটের বরাদ্দ ব্যবহার হবে। মঙ্গলবার জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দেশকে সুস্থ রাখতে চতুর্মুখী পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। রোগ প্রতিরোধ, সুস্থ রাখা, প্রত্যেকের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য পরিকাঠামোর সংখ্যা বাড়িয়ে ওদের গুণগত মান বজায় রাখা।’ অতিমারী কালে ভারতীয় স্বাস্থ্যক্ষেত্রের দক্ষতার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্ব দেখেছে করোনা কালে কীভাবে ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থা অতিমারী সামলেছে। আগামি দিনে গোটা বিশ্বে ভারতীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চাহিদা বাড়বে।’এমনকী দেশীয় প্রযুক্তিতে তৈরি করোনা টিকার চাহিদা বিশ্বে বেড়েছে। এদিন এমন দাবিও করেছেন প্রধানমন্ত্রী।

Start-up IIT Kharagpur Prime Minister
Advertisment