/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/02/cats-62.jpg)
‘মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি পৃথিবীর যে কোনও দেশের অর্থনীতির চেয়ে ভাল অবস্থানে রয়েছে’, State of Union address 2023-এর মঞ্চ থেকে বার্তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। তিনি বলেন, “কোভিড অতিমারি আমাদের সাপ্লাই চেন সিস্টেমকে ব্যাহত করেছে এবং ইউক্রেনে পুতিনের অন্যায্য ও নৃশংস হামলা জ্বালানি সংকটের পাশাপাশি পশ্চিমী দেশগুলিতে খাদ্য সংকটের সৃষ্টি করেছে”। একই সঙ্গে বাইডেন বলেন, বিশ্বব্যাপী মন্দার মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি বাকী বিশ্বকে পথ দেখাচ্ছে। অনান্য যে কোন দেশের থেকে ভাল অবস্থানে রয়েছে মার্কিন অর্থনীতি।
To maintain the strongest economy in the world, we also need the best infrastructure in the world.
We used to be #1 in the world in infrastructure—then we fell to 13th.
Now, we’re coming back because we came together to pass the Bipartisan Infrastructure Law.— Joe Biden (@JoeBiden) February 8, 2023
বাইডেন মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় State of Union address 2023-এর মঞ্চ থেকে দেওয়া বার্তায় বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ২০২১ সালের থেকেও আরও ভাল অবস্থায় রয়েছে। আমরাই একমাত্র দেশ যারা প্রতিটি সঙ্কট থেকে বেরিয়ে আসতে পেরেছি। দুই বছর আগের বেহাল অর্থনীতি্কে পুনরুজ্জীবিত করতে পেরেছি। আমরা রেকর্ড ১২ কোটি নতুন চাকরি তৈরি করেছি তাও মাত্র চার বছরে। কোভিডে আমরা ক্ষত-বিক্ষত হলেও, আমাদের গণতন্ত্র অবিচ্ছিন্ন এবং অটুট রয়েছে। মানুষের স্বার্থে দেশের প্রয়োজনে লড়াই করতে আমরা সর্বদা প্রস্তুত”। পাশাপাশি তিনি বিনিয়োগের বিষয়ে মার্কিন অর্থনৈতিক পরিকল্পনার উপরও জোর দেন।
আরও পড়ুন: < শ্মশানের নীরবতা, মৃত্যুমিছিল! হাড়হিম ঠাণ্ডায় ব্যহত উদ্ধারকাজ, নিশ্চিহ্ন গাজিয়ানটেপ দুর্গ >
If anyone tries to cut Social Security, I will stop them.
And if anyone tries to cut Medicare, I will stop them.— Joe Biden (@JoeBiden) February 8, 2023
বাইডেন আরও বলেন, “আমরা এমন একটি অর্থনীতি গড়ে তুলছি যেখানে কেউ পিছিয়ে থাকবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত উৎপাদনে বিশ্বকে নেতৃত্ব দেওয়া। আমরা আমেরিকান পণ্য রপ্তানি করছি বিশ্বের একাধিক দেশে এবং চাকরি্র ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কোভিড সংকটের মধ্যেও রেকর্ড তৈরি করছে।"