Advertisment

টিকাকরণে জোর! আগামী ৩ দিনে রাজ্যে আরও ভ্যাকসিন পাঠাবে কেন্দ্র

কেন্দ্র এখনও পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনা মূল্যে ১৮ কোটিরও বেশি ভ্যাকসিন ডোজ সরবরাহ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেন্দ্রী স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি এখনও ৯০ লক্ষেরও বেশি কোভিড-১৯ ভ্যাকসিন ডোজ পেতে পারে। আগামী তিন দিনের মধ্যে অতিরিক্ত ৭ লক্ষ ডোজ দেওয়া হবে তাঁদের। কেন্দ্র এখনও পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনা মূল্যে ১৮ কোটিরও বেশি ভ্যাকসিন ডোজ সরবরাহ করেছে।

Advertisment

এদিকে,কোউইন অ্যাপের পরিসংখ্যান বলছে রাজ্যের মোট জনসংখ্যার মধ্যে ৩.৩ শতাংশ মানুষ এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন। শুধমাত্র ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া গেছে ৮.৮ শতাংশ রাজ্যবাসীকে।

কোউইন অ্যাপের পরিসংখ্যান অনুযায়ী কলকাতার নাগরিকদের মধ্যেই সবচেয়ে বেশি টিকা প্রয়োগ করা হয়েছে। কলকাতার সন্নিহিত জেলা উত্তর ২৪ পরগণা জেলায় ৩ লাখ ৩৫ হাজার ৫৬৮ জনের শরীরে ভ্যাকসিনের দুটি ডোজই প্রয়োগ করা হয়েছে। কলকাতার সন্নিহিত আরেক জেলা হাওড়ায় করোনা ভ্যাকসিনের দুটি ডোজই প্রয়োগ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৪৩ জনের শরীরে।

এদিকে, টিকা বন্টন নিয়ে কেন্দ্রের বৈষম্যর অবিযোগ করেছে রাজ্য। কেন্দ্রের কাছে ৩ কোটি ভ্যাকসিন চাওয়া হলেও কেন্দ্র তা পাঠাচ্ছে না, রাজ্যের তরফে ভ্যাকসিনের আকাল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে এমনই অভিযোগ তোলা হচ্ছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Vaccination Vaccine
Advertisment