এ বছরেই দেশের সবথেকে বড় মূর্তির উদ্বোধন হতে চলেছে। সব ঠিক থাকলে আগামী মাসের ৩১ তারিখই দেশের সবথেকে উঁচু মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। হ্যাঁ, সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি, যা ‘স্ট্যাচু অফ ইউনিটি’ হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে দেশ তো বটেই, এমনকি এখনও পর্যন্ত গোটা দুনিয়ার সবথেকে লম্বা মূর্তি এই ‘স্ট্যাচু অফ ইউনিটি’। আগামী ৩১ অক্টোবর দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনেই এই মূর্তি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একথা রবিবার জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
গতকাল দলের জাতীয় কার্যনির্বাহী বৈঠকের ফাঁকেই সাংবাদিকদের গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ‘স্ট্যাচু অফ ইউনিটি’র উদ্বোধনের দিনক্ষণ জানান। গুজরাতের মুখ্যমন্ত্রী আরও জানান যে, ১৮২ মিটার উচ্চতার এই মূর্তি দেশের একতা ও অখণ্ডতার প্রতীক। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোহা, মাটি, জল সংগ্রহ করে এই মূর্তি গড়া হয়েছে। আর মূর্তি গড়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোহা, জল, মাটি সংগ্রহ করেছে বিজেপি।
আরও পড়ুন, পায়ে হেঁটে, ইচ্ছেমত নর্মদা (পঞ্চম চরণ)
উল্লেখ্য, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০১৩ সালে এই মূর্তি গড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সেসময়ই ‘স্ট্যাচু অফ ইউনিটি’ গড়ার কথা ঘোষণা করেন নরেন্দ্র মোদি।
দেশের একতার জন্য বল্লভভাই প্যটেলের অবদানই ওই মূর্তিতর মাধ্যমে তুলে ধরা হবে বলে জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। উল্লেখ্য, সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তি তৈরির বরাত পায় এল অ্যান্ড টি লিমিটেড। ওই কোম্পানিই বিশ্বের সবচেয়ে উঁচি মূর্তির নকশা তৈরি করে তা বানাচ্ছে। বিশ্বের সবথেকে দীর্ঘ মূর্তি গড়তে খরচ হয়েছে প্রায় ২ হাজার ৯৮০ কোটি টাকা।