Advertisment

ধর্ষণ-অ্যাসিড হামলার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড! কড়া আইন আনছে মহারাষ্ট্র

অ্যাসিড হামলার ক্ষেত্রে নির্যাতিতাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে প্লাস্টিক সার্জারির জন্য।

author-image
IE Bangla Web Desk
New Update
uddhav thackeray, উদ্ধব ঠাকরে

উদ্ধব ঠাকরে

নারী নির্যাতনে অপরাধীদের আরও কড়া শাস্তির বিধান আনছে মহারাষ্ট্র সরকার। উদ্ধব ঠাকরে সরকার বুধবার মন্ত্রিসভায় একটি বিলের খসড়া পেশ করেছে। শক্তি অপরাধী আইনের সেই বিলে নারী নির্যাতনে মৃত্যুদণ্ডেরও বিধান রাখা হয়েছে। ধর্ষণ-অ্যাসিড হামলার মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা বাড়ানো হচ্ছে। আগামী সোমবার দুই দিনের শীতকালীন অধিবেশনে এই বিল মহারাষ্ট্র বিধানসভায় পেশ করবে সরকার।

Advertisment

গত ডিসেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের দিশা আইনের মতোই নারী নির্যাতনে অপরাধীদের জন্য কড়া শাস্তির আইন আনার কথা জানিয়েছিল মহারাষ্ট্র সরকার। সর্বোচ্চ সাজা হিসাবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে সেই আইনে। বর্তমানে সর্বোচ্চ সাজা হিসাবে ১০ থেকে ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে অপরাধীদের জন্য। এই বিলে বলা হয়েছে, অপরাধের তদন্ত এবং ট্রায়াল একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পূর্ণ করতে হবে। সেইসঙ্গে বিশেষ তদন্তকারী দল তদন্ত করবে এবং পৃথক ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে মহিলা ও শিশুদের উপর অপরাধের ক্ষেত্রে।

আরও পড়ুন গো-সংরক্ষণের জন্য বিল পাশ কর্ণাটকে, বিধানসভাতেই সাড়ম্বরে গরু পুজো বিজেপির

অ্যাসিড হামলার ক্ষেত্রে নির্যাতিতাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে প্লাস্টিক সার্জারির জন্য। দোষী সাব্যস্তের কাছ থেকে সেই ক্ষতিপূরণের টাকা আদায় করা হবে। ১৫ দিন থেকে দুমাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া এবং ৩০ দিন থেকে দুই মাসের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। পুনর্বিচারের দাবি জানানোর সময়সীমা কমিয়ে ৬ মাস থেকে ৪৫ দিনের মধ্যে করা হয়েছে। এই বিল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে নারীঘটিত অপরাধে তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। উত্তরপ্রদেশ ও রাজস্থানের পরেই।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Uddhav Thackeray Maharashtra
Advertisment