Advertisment

Steve Jobs's wife, in India for Maha Kumbh 2025: কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়েই মহাকুম্ভে স্টিভ জোবসের স্ত্রী লরেন, সারবেন 'রাজকীয় স্নান'

Maha Kumbh 2025: মহাকুম্ভ কেবল দেশেই নয়, বিদেশেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিদেশ থেকেও ভক্তরা মহাকুম্ভে আসছেন। ইতিমধ্যে, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েলও প্রয়াগরাজে পৌঁছেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Steve Jobs' Wife Laurene Powell Arrives In Prayagraj To Attend Maha Kumbh Mela

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী ইতিমধ্যে প্রয়াগরাজে পৌঁছেছেন। Photograph: (ফাইল ছবি)

Steve Jobs's wife, in India for Maha Kumbh 2025: উত্তর প্রদেশের প্রয়াগরাজে  মহাকুম্ভ মেলায় অংশ নিয়েছেন দেশ বিদেশের অজস্র ভক্তবৃন্দ। জার্মানি, আফ্রিকা, ব্রাজিলের মতো বিশ্বের নানান দেশ থেকে ভক্তরা মহাকুম্ভ মেলায় অংশ নিতে হাজির হয়েছেন।

Advertisment

অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী ইতিমধ্যে প্রয়াগরাজে পৌঁছেছেন। জানা গিয়েছে তিনি ১৪ জানুয়ারি মহাকুম্ভে পূণ্যস্নান করবেন। পরনে গেরুয়া পোশাক পরে তিনি  প্রয়াগরাজে পৌঁছান। এখানে তিনি 'রাজকীয় স্নানে'ও অংশ নেবেন ।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আজ থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। এই ঐতিহাসিক অনুষ্ঠানে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতীর সঙ্গমে ভারত-সহ বিদেশের কোটি কোটি ভক্ত তাদের বিশ্বাস নিয়ে এসেছেন। রাম ভজন এবং জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ কেবল দেশেই নয়, বিদেশেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Advertisment

বিদেশ থেকেও ভক্তরা মহাকুম্ভে আসছেন। ইতিমধ্যে, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েলও প্রয়াগরাজে পৌঁছেছেন। তিনি তাঁর গুরু স্বামী কৈলাশানন্দ মহারাজের সঙ্গেই প্রয়াগরাজে পৌঁছান। এর আগে শনিবার তিনি কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেন। সে সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী কৈলাসনন্দ গিরি মহারাজ সহ নিরঞ্জনী আখারার আরও ভক্ত এবং সন্ন্যাসীরা। মন্দিরে পুজো দিতে আসা লরেনের পরেছিলেন ভারতীয় পোশাক।

স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল ৪০ জন সদস্যেকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে আসেন। এখানে তিনি মহাকুম্ভের আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।  পরণে গেরুয়া পোশাক পরা গলায় রুদ্রাক্ষের জপমালা নিয়ে দেখা গিয়েছে তাঁকে । 

কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার সময়ও তাঁর পরণে ছিল ভারতীয় পোশাক। লরেন পাওয়েলের সনাতন ধর্মের প্রতি গভীর বিশ্বাস রয়েছে। ভারত এবং কুম্ভে এটি তাঁর দ্বিতীয় সফর। মহাকুম্ভের সময়, ভক্তরা গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করার জন্য সমবেত হবেন। মহাকুম্ভ ২৬ ফেব্রুয়ারি শেষ হবে। কুম্ভের প্রধান স্নান অনুষ্ঠান (রাজকীয় স্নান) ১৪ জানুয়ারি (মকর সংক্রান্তি), ২৯ জানুয়ারি (মৌনী অমাবস্যা) এবং ৩ ফেব্রুয়ারি (বসন্ত পঞ্চমী) অনুষ্ঠিত হবে।

Advertisment