Stones pelted at rally after ICC CT Win: খুশির জয়ে সেলিব্রেশনে মাতোয়ারা শহর! ধেয়ে এল পাথর, অগ্নিসংযোগে ধুন্ধুমার, চূড়ান্ত চাঞ্চল্য

Stones pelted at rally after ICC CT Win: রবিবার গভীর রাতে ইন্দোর থেকে ২৫ কিলোমিটার দূরে মহোও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেলিব্রেশনে পথে নামেন শ'য়ে শ'য়ে মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Stones pelted at rally after ICC CT Win

খুশির জয়ে সেলিব্রেশনে মাতোয়ারা শহর! ধেয়ে এল পাথর, অগ্নিসংযোগে ধুন্ধুমার, শহর জুড়ে চূড়ান্ত চাঞ্চল্য

Stones pelted at rally after ICC CT Win: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ঐতিহাসিক জয়ের পর ইন্দোরে চরম বিশৃঙ্খলা, ছোঁড়া হল পাথর, পাশাপাশি অগ্নি সংযোগের ঘটনা ঘটে। 

Advertisment

রবিবার গভীর রাতে ইন্দোর থেকে ২৫ কিলোমিটার দূরে  মহোও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সেলিব্রেশনে পথে নামেন শ'য়ে শ'য়ে মানুষ। জয় উদযাপনের সময়ই দুটি গোষ্ঠীর মধ্যে অগ্নিসংযোগ ও পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। 

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে: কমিশনার আশীষ সিং
ইন্দোরের পুলিশ কমিশনার আশীষ সিং ঘটনার তথ্য দিয়ে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা জানতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।  

ঘটনার বিষয়ে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন জয় সেলিব্রেশনের সময় দু'পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। বিরোধের জের ধরে পাথর ছোঁড়া এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জেলা পুলিশের ডিআইজি ঘটনা প্রসঙ্গে বলেন, “চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় উদযাপনের জন্য মহোতে একটি র‍্যালি বের করা হয়। সেই সময় কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়, যার জেরে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে। দুই পক্ষ একে অপরের দিকে পাথর ছুঁড়তে শুরু করে।"

Advertisment

তিনি আরও বলেন, 'দাঙ্গার সময় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। গোলমালের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে কোনও হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনায় শহরে আতঙ্কের সৃষ্টি হয়েছে এবং বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর একদল তরুণ ক্রিকেটপ্রেমী বিজয় মিছিল নিয়ে বের হয়। জামা মসজিদ এলাকার কাছে পৌঁছালে একদল তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে, ফলে বিশৃঙ্খলা তৈরি হয়। বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়, ফলে উত্তেজনা বাড়ে। 

ICC India Champions Trophy