ফের পাথর ছোঁড়ার ঘটনা। বেঙ্গালুরুতে বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের জানালা, ৬টি জানালার কাঁচ ভেঙেছে বলেই রেল সূত্রে খবর, তদন্তে RPF। মহীশূর-চেন্নাই বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনা সামনে আসতেই ফের প্রশ্নের মুখে ট্রেনের নিরাপত্তা।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) কর্ণাটকের বেঙ্গালুরুতে মহীশূর-চেন্নাই বন্দে ভারতে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। পাথরের আঘাতে ট্রেনের ৬টি জানালার কাঁচ ভেঙে যায় বলেই জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণরাজপুর এবং ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট রেল স্টেশনের মাঝে ঘটেছে বলেও জানা গিয়েছে। রেল পুলিশ বিষয়টি তদন্ত করছে। যাত্রীরা সকলেই নিরাপদে আছেন বলে জানা গেছে। ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। গত বছরের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহীশূর-চেন্নাই বন্দে ভারত ট্রেনের সূচনা করেন।
দক্ষিণ পশ্চিম রেলওয়ে, ব্যাঙ্গালুরু বিভাগ একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই বছরের জানুয়ারিতে, রেলওয়ে সুরক্ষা বাহিনী পাথর নিক্ষেপের মোট ২১টি মামলা নথিভুক্ত করে। এর মধ্যে গত ফেব্রুয়ারিতে ১৩টি মামলা দায়ের করা হয়। দুই সপ্তাহ আগে, তেলেঙ্গানার মাহবুবাবাদ জেলার মধ্য দিয়ে যাওয়ার সময় সেকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতেও পাথর ছোঁড়া। পাথর ছোড়ার কারণে একটি জানালার ফলক ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও সেই ঘটনাতেও কেউ আহত হয়নি।