Advertisment

'রেড কার্পেট পেতে দিচ্ছি, ভারতে আসুন', বিনিয়োগকারীদের বার্তা মোদীর

নমো বলেছেন, করোনা অতিমারী থেকে বিশ্বকে পুনরুদ্ধারের কাহিনীতে অগ্রণী ভূমিকা পালন করবে ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
modi, মোদী

প্রধানমন্ত্রী মোদী

করোনা পরিস্থিতিতে ভারতে বিদেশি বিনিয়োগ আনতে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০-এর মঞ্চে বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে মোদী বললেন, আমার সরকার আপনাদের জন্য় রেড কার্পেট পেতে রাখছে। ভারতে এসে বিনিয়োগ করুন। পাশাপাশি নমো বলেছেন, করোনা অতিমারী থেকে বিশ্বকে পুনরুদ্ধারের কাহিনীতে অগ্রণী ভূমিকা পালন করবে ভারত। করোনায় লকডাউনে ঢিমেতালে চলতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে বিনিয়োগকারীদের উদ্দেশে মোদীর এদিনের বার্তা উল্লেখযোগ্য় বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।

Advertisment

বিনিয়োগকারীদের উদ্দেশে এদিন প্রধানমন্ত্রী বলেছেন, ''বিশ্বে মুক্ত অর্থনীতির মধ্য়ে ভারত অন্য়তম। আমার সরকার আপনাদের জন্য় রেড় কার্পেট পেতে দিচ্ছে। আপনারা ভারতে এসে বিনিয়োগ করুন। খুব কম সংখ্য়ক দেশই এমন সুযোগ দেবে, যা ভারত আজ দিচ্ছে''। নমো আরও বলেছেন, ভারতে বিভিন্ন ক্ষেত্রে অনেক সম্ভাবনা ও সুযোগ রয়েছে। কৃষিক্ষেত্রে সংস্কারের ফলে বিনিয়োগকারীদের কাছে দুর্দান্ত সুযোগ রয়েছে।

আরও পড়ুন: করোনার ফাঁসে পৌষমেলাও, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

src="https://www.youtube.com/embed/eQ46R42owQw" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

আরও পড়ুন: মোদীর কর্মসংস্থান প্রকল্পে জুটছে কম কাজ, মিলছে কম টাকা

করোনায় লকডাউন পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত হচ্ছে। ইতিমধ্য়েই সেই দিশা পরিলক্ষিত হচ্ছে। এমএসএমই সেক্টর, প্রতিরক্ষা সেক্টর, মহাকাশে বেসরকারি বিনিয়োগের সুবিধার কথাও উল্লেখ করেছেন মোদী। অন্য়দিকে, দেশের ফার্মা সেক্টরের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, এটা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের সম্পদ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi
Advertisment