ফের পৈশাচিক ঘটনার সাক্ষী যোগীর রাজ্য। উত্তরপ্রদেশের সম্বলের একটি সরকারি হাসপাতালে স্ট্রেচারে শায়িত মরদেহ খুবলে খেল সারমেয়। শিউরে ওঠার মতো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার ফের একবার উত্তরপ্রদেশের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার পথ দুর্ঘটনায় আহত এক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। কিন্তু তাকে বাঁচানো যায়নি। কিশোরীর বাবার দাবি, তাঁর মেয়েকে দেড় ঘণ্টা ফেলে রাখা হয় স্ট্রেচারে। কোনও চিকিৎসাই করা হয়নি। তারপর হাসপাতালে ঢুকে এক সারমেয় স্ট্রেচার থেকে কিশোরীর মরদেহ খুবলে খায় বলে অভিযোগ। ভিডিওটি শেয়ার করে উত্তরপ্রদেশ সরকারের তীব্র নিন্দা করেছে সমাজবাদী পার্টি।
আরও পড়ুন কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে রোগীমৃত্যু, গুজরাত সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট
যদিও পরিবারের দাবি অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ভিতরে সারমেয়র দাপটের কথা স্বীকার করলেও এক্ষেত্রে মৃতদেহ ফেলে রাখার গাফিলতি মানতে নারাজ কর্তৃপক্ষ। এক চিকিৎসক জানিয়েছেন, যাবতীয় সরকারি নিয়ম মেনে কিশোরীর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু তারা দেহ নিয়ে যেতে দেরি করায় এই ঘটনা ঘটেছে বলে দাবি চিকিৎসকের। তাই হাসপাতাল কর্তৃপক্ষ দায় অস্বীকার করেছে। এই ঘটনায় একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। গাফিলতির অভিযোগে এক সাফাইকর্মী এবং এক ওয়ার্ডবয়কে বরখাস্ত করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন