মোদীর স্কুলই হোক পড়ুয়াদের আগামীর ‘প্রেরণা’, বিরাট উদ্যোগ কেন্দ্রের

মোট ৭৫০টি জেলার প্রায় ১৫০০ পড়ুয়া এই কর্মসূচীতে মোদীর স্কুলে এসে আগামীর প্রেরণা নিতে পারবে।

মোট ৭৫০টি জেলার প্রায় ১৫০০ পড়ুয়া এই কর্মসূচীতে মোদীর স্কুলে এসে আগামীর প্রেরণা নিতে পারবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Narendra Modi, Narendra Modi elementary education, Narendra Modi schhol, whare did Modi study, Modi degree, Indian express

প্রধানমন্ত্রী মোদীর এই স্কুল হয়ে উঠবে শিশুদের ‘অনুপ্রেরণা’।

প্রধানমন্ত্রী মোদীর এই স্কুল হয়ে উঠবে শিশুদের ‘অনুপ্রেরণা’। গুজরাটের ভাদনগরে যে স্কুল থেকে প্রধানমন্ত্রী মোদী তার প্রাথমিক শিক্ষার পাঠ নিয়েছিলেন, এবার সেই স্কুলই শিশুদের আগামীর অনুপ্রেরণা জোগাবে। 'প্রেরনা' প্রকল্পের অধীনে স্কুলভবনটিকে পুনর্নির্মাণ করা হচ্ছে। কাজ মোটামুটি শেষের পর্যায়ে। 'প্রেরণা' প্রকল্পের অধীনে স্কুলের পুনর্নির্মাণের উদ্দেশ্য হল এই স্কুলটি যেন শিশুদের জন্য 'অনুপ্রেরণার কেন্দ্র' হিসেবে গড়ে উঠতে পারে।

Advertisment

ঊনবিংশ শতাব্দীর শেষভাগে নির্মিত এই স্কুল ভবনটি পুরানো স্থাপত্য শৈলীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) সংস্কার করেছে। গুজরাটের ভাদনগরকে বিশ্বমানের পর্যটন স্থান হিসেবে গড়ে তোলার প্রস্তুতিও চলছে পুরোদমে। তৈরি করা হবে একটি বড় জাদুঘরও।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই বছরের শেষের দিকে এই স্কুলভবনটি চালু হবে। এর জন্য একটি অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা রয়েছে। দেশের প্রতিটি জেলা থেকে দুজন করে শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। মোট ৭৫০টি জেলার প্রায় ১৫০০ পড়ুয়া এই কর্মসূচীতে মোদীর স্কুলে এসে আগামীর প্রেরণা নিতে পারবে।

modi