/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-129.jpg)
ভয়াবহ আগুনের গ্রাসে কোচিং সেন্টার, দড়ি বেয়ে প্রাণ বাঁচলেন পড়ুয়ারা, দেখুন ভিডিও
মুখার্জি নগরের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন। কোনমতে লাফিয়ে প্রাণে বাঁচলেন পড়ুয়ারা। হাড়হিম ঘটনায় ফুটেজ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠেছেন সকলেই। জানা গিয়েছে আগুন লাগার সময় ওই কোচিং সেন্টারে প্রায় ৪০০ জনের কাছাকাছি পড়ুয়া উপস্থিত ছিলেন।
ভয়াবহ আগুনের গ্রাসে কোচিং সেন্টার, দড়ি বেয়ে প্রাণ বাঁচলেন পড়ুয়ারা। আর সেই হাড়হিম করা ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে। দিল্লির মুখার্জি নগরের এক কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের পর চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই আগুন নেভাতে দমকলের প্রায় ১১টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দড়ির সাহায্যে উদ্ধার অভিযান চালানো হয়। গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে কোচিং সেন্টারের পড়ুয়ারা তিনতলা ভবন থেকে থেকে দড়ি বেয়ে নিচে লাফ দিচ্ছেন। একই সঙ্গে দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই সকল পড়ুয়াদের উদ্ধার করা সম্ভব হয়েছে। সকলেই নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে।
দমকল সূত্রে জানানো হয়েছে, সকল ছাত্রকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। কোন পড়ুরাই এই ঘটনায় গুরুতর আহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের গাড়ি পৌঁছানোর আগেই কয়েকজন পড়ুয়া ছাদ থেকে দড়ি বেয়ে নামার চেষ্টা করলে কয়েকজন শিক্ষার্থী সামান্য আহত হয়। তথ্য অনুযায়ী, ঘটনার সময় চারশো পড়ুয়া সেখানে উপস্থিত ছিলেন।
#WATCH | People escape using wires as fire breaks out in a building located in Delhi's Mukherjee Nagar; 11 fire tenders rushed to the site, rescue operation underway
(Source: Delhi Fire Department) pic.twitter.com/1AYVRojvxI— ANI (@ANI) June 15, 2023
দমকলের প্রাথিম অনুমান বৈদ্যুতিক মিটার থেকেই এই আগুনের সূত্রপাত, পরে ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো কোচিং সেন্টারে। এরপর দড়ির সাহায্যে জানালা থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান পড়ুয়ারা। গোটা ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগের ১১টি ইঞ্জিন। দড়ি বেয়ে নীচে ঝাঁপ দেওয়ায় সামান্য আহত হয়েছেন কয়েকজন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বৈদ্যুতিক মিটারে আগুন লাগার পর পুরো ভবনে ধোঁয়ায় ভরে ওঠে। আগুন লাগার ঘটনায় কোচিং সেন্টারে পড়ুয়ারা আতঙ্কিত হয়ে ভবনের জানালা দিয়ে দড়ি বেয়ে লাফ দিয়ে প্রাণে বাঁচে্ন।