/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-234.jpg)
‘জয় হো’ বার্তা দিয়ে চন্দ্রযান-৩-এর একটি অসধারণ বালু শিল্প
আর মাত্র কয়েকটা ঘন্টা। নাওয়া-খাওয়া ভুলে মুন মিশনে নজর রাখছেন ইসরোর বিজ্ঞানীরা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চলছে মুন মিশন নিয়ে জোর চর্চা। ব্রিটেন থেকে আমেরিকা চন্দ্রযান অভিযান যাতে সফল হয় তার জন্য চলছে পূজা অর্চনা। লন্ডনে ভারতীয় ছাত্ররা চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য বিশেষ এক প্রার্থনা্র আয়োজন করছেন৷ অন্যদিকে, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চন্দ্রযান ৩-এর জন্য এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছেন।
চন্দ্রাভিযানে সফল হওয়া ভারতের কাছে অগ্নিপরীক্ষার সমান। চন্দ্রযান-৩ অবতরণের ১৫ মিনিট খুবই গুরুত্বপূর্ণ বলেই জানিয়েছে ইসরো। বুধবার সন্ধ্যায় চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ৩। শুধু ভারত নয়, গোটা বিশ্ব এই ঐতিহাসিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে। ল্যান্ডার (বিক্রম) এবং রোভার (প্রজ্ঞান) সমন্বিত ল্যান্ডার মডিউলটি সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে নরম অবতরণ করবে। সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে মিশনের প্রতি মুহূর্তের আপডেটের ওপর নজর রাখবেন প্রধানমন্ত্রী মোদী। এখনও পর্যন্ত অভিযানে সফল হয়েছে চন্দ্রযান ৩। আপাতত লক্ষ্য সফট-ল্যান্ডিং।
গত ১৪ জুলাই চাঁদে পাড়ি দিয়েছে চন্দ্রযান ৩ । এর আগে ২০১৯ সালে চাঁদে পাঠানো হয়েছিল চন্দ্রযান ২। তবে সেই মিশন সফল হয়নি। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনরকম ভুল করতে চাইছে না ইসরো। এবার লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু, যে অংশে এখনও পৌঁছতে পারেনি কোনও দেশ। সব ঠিক থাকলে ইতিহাস তৈরি করবে ভারত।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-235.jpg)
এর মাঝেই চন্দ্রযান ৩ এর সাফল্য কামনায় বালু শিল্পী সুদর্শন পট্টনায়েকর বিশেষ উদ্যোগ। পুরী সমুদ্র সৈকতে স্যাণ্ডে আর্টে ফুটে উঠলো চন্দ্রযান ৩। এই ছবি পোস্ট করে বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক লিখেছেন, "অল দ্য বেস্ট! চন্দ্রাযান-৩ এর সাফল্য কামনায় আমার ছাত্র-ছাত্রীরা পুরীর সমুদ্র সৈকতে ‘জয় হো’ বার্তা দিয়ে চন্দ্রযান-৩-এর একটি অসধারণ বালু শিল্প তৈরি করেছেন" ।