ফের জোর চর্চায় মুকুল রায়। তাঁর আচমকা দিল্লি-যাত্রা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার মকুল রায় ও তাঁর ছেলের মধ্যে সম্পর্ক নিয়ে কার্যত বোমা ফাটালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। 'তৃণমূল করতে গিয়ে বাবাকেও ছাড়ছে না', আরও একধাপ বাড়িয়ে শুভ্রাংশুকে ধুয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
সোমবার সন্ধেয় আচমকা মুকুল রায় নিখোঁজ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এমনকী বাবার খোঁজে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন পুত্র শুভ্রাংশু রায়ও। মুকুল রায়ের ছেলের দাবি, তাঁকে না জানিয়েছেন দু'জন লোক তাঁর বাবাকে দিল্লিতে নিয়ে গিয়েছেন। মুকুল রায় কোথায় গিয়েছেন-কেন হগিয়েছেন সেব্যাপারে কিছু জানা না থাকলেও পিতা-পুত্র সম্পর্ক সমীকরণ নিয়ে তোলপাড় পেলা ইঙ্গিত দিলেন বিজেপি রাজ্য সবাপরতি সুকান্ত মজুমদার।
ঠিক কী বলেছেন সুকান্ত মজুমদার?
তাঁর কথায়, 'বিজেপি এর (মুকুল রায়ের আচমকা দিল্লি যাত্রা) মধ্যে নেই। শুভ্রাংশু রায় তাঁর বাবার প্রতি ছেলে সুলভ আচরণ করতেন? বৃদ্ধ-অসুস্থ একজন মানুষের যে ধরনের দেখভাল হওয়া উচিত তা কি হচ্ছে? মুকুলবাবু তো আমার সঙ্গে আলোচনা করেও যাননি বা বিজেপির কোনও নেতার সঙ্গেও আলোচনা করে যাননি। মুকুল রায় কোথায় গিয়েছেন সেটা তৃণমূলই বলতে পারবে। উনি তো তৃণমূলে গিয়েছেন। ওঁর ছেলেও তো তৃণমূলেই আছে।'
আরও পড়ুন- মুকুল-শুভ্রাংশুদের ‘পাত্তাই’ দিচ্ছে না তৃণমূল! আজ কুণাল যা বললেন…
বিজেপি রাজ্য সভাপতির পাশাপাশি মুকুল রায় ইস্যুতে তাঁর পুত্র শুভ্রাংশুকে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি এদিন বলেন, 'মুকুলবাবুর ছেলে বলছেন আমার বাবা পাগল, হাগিস পরাতে হবে। ভাবতে পারেন! এরা তৃণমূল করতে গিয়ে বাবাকেও ছাড়ছে না। পশ্চিমবাংলায় নতুন সংস্কৃতি। এই সংস্কৃতি মমতা ব্যানার্জির হাত ধরে বাংলায় এসেছে।'
আরও পড়ুন- সহ্যের সীমা ছাড়াচ্ছে গরম! এসপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
মুকুল রায়ের আচমকা দিল্লি যাত্রা নিয়ে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চক্রান্ত তত্ত্ব খাড়া করেছিলেন শুভ্রাংশু রায়। সেপ্রসঙ্গে অবশ্য শুভ্রাংশুর বক্তব্যকে আমলই দিতে চায়নি তাঁর দল তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'এই ঘটনার (মুকুল রায়ের আচমকা দিল্লি-যাত্রা) সঙ্গে অভিষেকের নাম জড়ানোর কোনও যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না।'