সুনন্দা পুষ্কর মৃত্যু মামলায় কংগ্রেস সাংসদ শশী থারুরকে দিল্লির আদালতে হাজিরা দিতে হবে। দিল্লি পুলিশের দাবি, সুনন্দার আত্মহত্যার ঘটনায় শশী থারুরের প্ররোচনা দেওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে। দিল্লির অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমর বিশাল এদিন এই রায় দিয়েছেন।
শশী থারুরের বিরুদ্ধে ৩০৬ ও ৪৯৮ এ ধারায় মামলা চালানোর মত যথেষ্ট কারণ রয়েছে বলে রায় দিতে গিয়ে জানিয়েছেন বিচারক। থারুরকে ৭ জুলাই আদালতের সামনে হাজিরা দিতে হবে।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, চার্জশিটে সুনন্দা পুষ্কর শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ২০১৪ সালের ৮ জানুয়ারি সুনন্দা পুষ্কর লিখেছিলেন, ‘‘আমার বাঁচার কোনও ইচ্ছে নেই। আমি শুধু মৃত্যুর জন্য প্রার্থনা করছি।’’
২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির একটি হোটেলের ঘর থেকে সুনন্দা পুষ্করের মৃতদেহ উদ্ধার হয়।