'আমার অবিচ্ছেদ্য অংশ ভারত', সান ফ্রান্সিসকোয় পদ্মভূষণ পেয়ে আল্পুত গুগল সিইও সুন্দর পিচাই। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু সুন্দর পিচাইয়ের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, মাদুরাই থেকে এত দূর পর্যন্ত সুন্দর পিচাইয়ের এই যাত্রা বিশ্ব মঞ্চে ভারতের প্রতিভা ও উদ্ভাবনী শক্তির প্রমাণ। পদ্মভূষণ পেয়ে পিচাই বলেন, “ভারত আমার জীবনের একটি অংশ এবং আমি যেখানেই যাই সেখানেই ভারতকে বুকে আগলে ধরে নিয়ে যাই।'
শুক্রবার সান ফ্রান্সিসকোতে পদ্মভূষণে ভূষিত হলেন গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। তরণজিৎ সিং সান্ধু পিচাইয়ের হাতে পুরস্কার তুলে দিয়েীক টুইট বার্তায় বলেন, সান ফ্রান্সিসকোতে গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাইকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা খুব আনন্দের। মাদুরাই থেকে এত দূর পর্যন্ত সুন্দর পিচাইয়ের এই যাত্রা বিশ্ব মঞ্চে ভারতের প্রতিভা ও উদ্ভাবনী শক্তির প্রমাণ।
মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূতের কাছ থেকে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মভূষণ পুরস্কার’ পাওয়ার পর, সুন্দর পিচাই তার ব্লগে লিখেছেন “ভারতীয় রাষ্ট্রদূত সান্ধুকে আমার আন্তরিক ধন্যবাদ। পদ্মভূষণ পুরস্কার আমাকে প্রদান করার জন্য আমি ভারত সরকার এবং ভারতের জনগণের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং তাদের প্রতি আমার আন্তিরক শ্রদ্ধা” । পাশাপাশি তিনি এও বলেন, 'আমার অবিচ্ছেদ্য অংশ ভারত', 'আমি গুগল এবং ভারতের মধ্যে বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী। আরও বেশি মানুষের কাছে আমরা প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে চাই।'
পদ্মভূষণ পেয়ে কী বললেন সুন্দর পিচাই?
পুরষ্কার গ্রহণ করে, ৫০ বছর বয়সী পিচাই বলেন, প্রযুক্তিগত পরিবর্তনের দ্রুত গতির সাক্ষী হতে পেরে আমি গর্বিত। পাশাপাশি তিনি বলেন, ডিজিটাল পেমেন্ট থেকে ভয়েস প্রযুক্তিতে ভারতে যে পরিবর্তনগুলি আনা হয়েছে তা সারা বিশ্বের মানুষকে উপকৃত করছে। তিনি আরও উল্লেখ করেন 'আমি গুগল এবং ভারতের মধ্যে বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদী। আরও বেশি মানুষের কাছে আমরা প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে চাই।' একই সঙ্গে ডিজিটাল ইন্ডিয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেন পিচাই।