দিল্লির শুটআউট মামলায় অভিযুক্ত জেলবন্দি গ্যাংস্টার সুনীল মান ওরফে টিল্লু তাজপুরিয়াকে মঙ্গলবার সকালে তিহার জেলের ভিতরে প্রতিপক্ষ গ্যাংস্টাররা পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ চার বন্দির নাম দিয়েছে - গ্যাংস্টার যোগেশ টোন্ডা এবং তার সহযোগী দীপক তিতার, রাজেশ সিং এবং রিয়াজ খান - অভিযুক্ত হিসাবে যারা গ্যাংস্টারকে লোহার রড দিয়ে পিটিয়েছিল, কর্মকর্তারা জানিয়েছেন।
জেল আধিকারিকদের মতে, 'হাই রিস্ক ওয়ার্ড'-এর নিচতলায় রাখা সুনীলকে একই ওয়ার্ডের প্রথম তলায় থাকা চারজন লোক সকাল ৬.১৫ মিনিট নাগাদ হামলা করে বলে অভিযোগ।
“অভিযুক্তরা ওয়ার্ডের প্রথম তলায় স্থাপিত লোহার গ্রিলটি কেটে একটি ইম্প্রোভাইজড লোহার রড ব্যবহার করেছিল,” জেল কর্তৃপক্ষ জানিয়েছে।
আরও পড়ুন যোগীর রাজ্যে পুলিশি নির্যাতন! ঝুলন্ত দেহ উদ্ধার অযোধ্যার পুরোহিতের
দিল্লির বাসিন্দা মান, কুখ্যাত টিল্লু গ্যাং গঠন করেছিলেন এবং রোহিনী কোর্ট কমপ্লেক্সের একটি আদালতের ভিতরে দুই আততায়ীর দ্বারা ২০২১ সালে গ্যাং লিডার জিতেন্দ্র গগির গুলির ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। দিল্লি পুলিশ খুনের ষড়যন্ত্রকারী প্রধান অভিযুক্ত হিসেবে মানকে নিয়ে চার্জশিট দাখিল করেছিল। মান খুন, ডাকাতি, তোলাবাজি ও গ্যাং ওয়ার সহ একাধিক মামলায় জড়িত ছিল।
পুলিশ জানিয়েছে যে মান হত্যার অভিযুক্তরা গোগি গ্যাংয়ের সঙ্গে যুক্ত এবং তারা সকলেই জেলের প্রথম তলায় বন্দি ছিল। “তারা লোহার গ্রিল কেটে বিছানার চাদর ব্যবহার করে নিচতলায় লুকিয়ে পড়ে। তারপরে তারা সুনীল টিল্লুকে মারধর করে,” বলেছেন একজন অফিসার
হামলার পর সুনীলকে প্রথমে কেন্দ্রীয় কারাগারের ওপিডি ও পরে ডিডিইউ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।