Advertisment

‘যদি আপনার ফোন পেগাসাসে বিদ্ধ হয়’, সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির নাগরিক বার্তা

Pegasus Row: 'তাহলে ৭ জানুয়ারির মধ্যে এগিয়ে এসে সুপ্রিম কোর্ট নিযুক্তি কমিটির কাছে অভিযোগ করুন।'

author-image
IE Bangla Web Desk
New Update
Pegasus snooping row

প্রতীকী ছবি

Pegasus Row: যদি আপনার ফোনে স্পাইওয়ার ঢুকে থাকে তাহলে অভিযোগ জানান। দেশবাসীর উদ্দেশে এই আবেদন করল সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি। পেগাসাস-কাণ্ডে তদন্তের দায়িত্বে কোর্ট নিযুক্ত কমিটি। তারাই দেশের প্রথমসারির সংবাদ পত্রে এই মর্মে বিজ্ঞাপন দিয়েছে। তিন সদস্যের এই কমিটি বিজ্ঞাপনে উল্লেখ করেছে, ‘ভারত যুক্তরাজ্যের কোনও নাগরিকের যদি মনে হয় আপনার ফোন এনএসও সংস্থার পেগাসাস স্পাইওয়ারে বিদ্ধ, তাহলে ৭ জানুয়ারির মধ্যে এগিয়ে এসে সুপ্রিম কোর্ট নিযুক্তি কমিটির কাছে অভিযোগ করুন। অবশ্যই উল্লেখ করবেন কেন আপনার সন্দেহ ফোনকে পেগাসাস স্পাইওয়ার বিদ্ধ করেছে।‘

Advertisment

পাশাপাশি সেই কমিটি আরও বলেছে, ‘অভিযোগপত্রে উল্লেখ করবেন আপনি, আপনার ফোনের ফরেন্সিক পরীক্ষায় অনুমতি দিচ্ছেন কিনা।‘ এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ৩০ নভেম্বর এই কমিটি আবেদনকারী এবং তাঁর আইনজীবীকে অনুরোধ করেছিল কমিটির কাছে তাঁদের ফোন জমা করতে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

supreme court Pegasus Spyware NSO Group
Advertisment