Advertisment

Baba Ramdev Summoned: মানুষকে বোকা বানাচ্ছে পতঞ্জলি, সুপ্রিম নির্দেশে বিরাট বিপাকে বাবা রামদেব

Patanjali misleading Ads: সুপ্রিম কোর্ট মঙ্গলবার বাবা রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদের পরিচালক আচার্য বালকৃষ্ণকে তাঁদের 'বিভ্রান্তিকর' বিজ্ঞাপনের বিরুদ্ধে একটি মামলায় অবমাননার প্রক্রিয়ার অংশ হিসাবে সশরীরে আদালতে হাজির হতে বলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
supreme court patanjali ramdev balkrishna ima public apology

Ramdev: পতঞ্জলির প্রতিষ্ঠাতা রামদেব (ফাইল ছবি)

Patanjali misleading advertisement case: সুপ্রিম কোর্ট মঙ্গলবার বাবা রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদের পরিচালক আচার্য বালকৃষ্ণকে তাঁদের 'বিভ্রান্তিকর' বিজ্ঞাপনের বিরুদ্ধে একটি মামলায় অবমাননার প্রক্রিয়ার অংশ হিসাবে সশরীরে আদালতে হাজির হতে বলেছে।

Advertisment

পতঞ্জলি তার ওষুধের বিষয়ে কোনও বিজ্ঞাপন প্রকাশ না করার জন্য আদালতকে দেওয়া অঙ্গীকার লঙ্ঘন করার বিষয়ে তার নোটিসের জবাব না দাখিল করার বিষয়ে আদালত ব্যতিক্রমী।

সুপ্রিম কোর্ট রামদেবকে কারণ দর্শানোর নোটিস জারি করেছে কেন তাঁর বিরুদ্ধে অবমাননার মামলা শুরু করা উচিত নয়।

আরও পড়ুন উর্দি ছেড়ে জোড়া-ফুল প্রার্থী হয়েও মেজাজ একই, এবার সরাসরি হুঁশিয়ারি CRPF-কে! তুমুল হইচই

২৭ ফেব্রুয়ারি, আদালত 'বিভ্রান্তিকর' বিজ্ঞাপন প্রকাশের জন্য কোম্পানির বিরুদ্ধে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) এর দায়ের করা একটি পিটিশনের শুনানি করার সময়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পতঞ্জলি আয়ুর্বেদকে তার পণ্য বিপণন করতে নিষিদ্ধ করেছিল। আদালত পতঞ্জলিকে "যেকোনও ওষুধের ব্যবস্থার" বিরুদ্ধে বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে বলেছিল।

এ সময় বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ মন্তব্য করেছিলেন, “সারা দেশকে বোকা বানানো হচ্ছে। আপনারা চোখ বন্ধ করে আছেন!… দুই বছর ধরে, তুমি এই গুরুত্বপূর্ণ জিনিসটার জন্য অপেক্ষা করছ যখন ড্রাগস অ্যাক্ট নিজেই বলে যে এটা নিষিদ্ধ?”

Baba Ramdev Supreme Court of India Patanjali
Advertisment