Advertisment

Ayodhya Case Verdict Highlights: একনজরে বিতর্কিত অযোধ্যা মামলার সুপ্রিম রায়

Ram Janmabhoomi-Babri Masjid Case Highlights: অযোধ্যার ঐতিহাসিক রায়ে একমত সুপ্রিম কোর্টের ৫ বিচারপতিই।

author-image
IE Bangla Web Desk
New Update
ayodhya, অযোধ্যা, ayodhya case,অযোধ্যা মামলার রায়

অযোধ্যা মামলায় রায় ঘোষিত। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Ayodhya Land Case Highlights: অযোধ্যা মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। অযোধ্যার বিতর্কিত জমি দেওয়া হল হিন্দুদের। অন্যদিকে, মসজিদ নির্মাণের জন্য বিকল্প জমি দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। অযোধ্যার ঐতিহাসিক রায়ে একমত সুপ্রিম কোর্টের ৫ বিচারপতিই। মন্দির নির্মাণের জন্য ৩ মাসের মধ্যে ট্রাস্ট তৈরি করতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের।

Advertisment

অযোধ্যা  মামলার পূর্ণাঙ্গ রায় পড়ুন

ayodhya verdict, অযোধ্যা রায় অলঙ্করণ: অভিজিৎ বিশ্বাস।

আরও পড়ুন: Ayodhya Verdict Live Updates: ‘অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের, মসজিদের জন্য বিকল্প জমি’

একনজরে জেনে নিন, অযোধ্যা মামলায় কী রায় দিল সুপ্রিম কোর্ট...

* অযোধ্যায় বিতর্কিত জমি রামলালার। মসজিদ তৈরির জন্য বিকল্প জমি।

* অযোধ্যার ঐতিহাসিক রায়ে একমত ৫ বিচারপতি।

* অযোধ্যায় উপযুক্ত স্থানে সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জমি দেওয়া হোক।

* নির্মোহী আখড়ার দাবি খারিজ।

* মন্দির নির্মাণের জন্য ৩ মাসের মধ্যে ট্রাস্ট তৈরি করুক কেন্দ্র।

* সুপ্রিম কোর্ট বলে, ধর্মতত্ত্ববিদ ও হাদিসের ব্যাখ্যা করা অনুচিত হবে।

* নির্মোহী আখড়া সেবায়েত নয়। রামজন্মভূমিও ‘জুরিস্টিক পার্সন’ নয়।

* মালিকানা প্রমাণে ব্যর্থ মুসলিম পক্ষরা।

* এএসআই রিপোর্ট খারিজ করা যায় না।

আরও পড়ুন: এক নজরে অযোধ্যা মামলার ইতিবৃত্ত

* খালি জমিতে তৈরি করা হয়নি বাবরি মসজিদ, এএসআই রিপোর্টে এই সিদ্ধান্তে পৌঁছোনো যায়।

* সেখানে দ্বাদশ শতকের কাঠামো ছিল, এ ব্যাপারে সহমত পোষণ করে সুপ্রিম কোর্ট।

* ১৯৪৯ সালের ২২-২৩ ডিসেম্বর বাবরি মসজিদের কেন্দ্রীয় গম্বুজের ভিতর মূর্তি স্থাপন করা হয়েছিল। এলাহাবাদ হাইকোর্টের এই পর্যবেক্ষণকে স্বীকৃতি সুপ্রিম কোর্টের।

* বিতর্কিত জমিটিকে এক ও সামগ্রিকভাবে দেখতে হবে।

* সীতা রসোই, রাম চবুতরা, ভাণ্ডার গৃহের অস্তিত্ব ওই জায়গার ধর্মীয় সত্যতার প্রমাণ।

* শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের এসএলপি খারিজ সুপ্রিম কোর্টে।

Read the full story in English

Ayodhya
Advertisment