শবরীমালা মামলার শুনানি মেটার পরই সংশোধনী নাগরিকত্ব আইন নিয়ে মামলা শুনবে সুপ্রিম কোর্ট। সিএএ মামলার শুনানি কবে হবে, এ প্রশ্নের জবাবে বৃহস্পতিবার এমনটাই জানাল দেশের শীর্ষ আদালত।
Advertisment
এদিন আদালতে সিএএ সংক্রান্ত মামলার শুনানি জরুরি ভিত্তিতে করার পক্ষে সওয়াল করেন শীর্ষ আইনজীবী কপিল সিব্বল। এরপরই প্রধান বিচারপতি এস এ বোবডের বেঞ্চ জানায়, এ ব্যাপারে কোনও জবাব দেয়নি কেন্দ্র সরকার।
প্রধান বিচারপতির বেঞ্চের একথা শুনে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানান, কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে জবাব দেবে কেন্দ্র সরকার। তখন কপিল সিব্বলকে হোলির পর এ ব্যাপারটি উত্থাপন করতে বলেন প্রধান বিচারপতি বোবডে।