Advertisment

সিএএ শুনানি শবরীমালা মামলার নিষ্পত্তির পরই: সুপ্রিম কোর্ট

কপিল সিব্বলকে হোলির পর এ ব্যাপারটি উত্থাপন করতে বলেন প্রধান বিচারপতি বোবডে।

author-image
IE Bangla Web Desk
New Update
caa, সিএএ

সিএএ বিরোধী বিক্ষোভ।

শবরীমালা মামলার শুনানি মেটার পরই সংশোধনী নাগরিকত্ব আইন নিয়ে মামলা শুনবে সুপ্রিম কোর্ট। সিএএ মামলার শুনানি কবে হবে, এ প্রশ্নের জবাবে বৃহস্পতিবার এমনটাই জানাল দেশের শীর্ষ আদালত।

Advertisment

এদিন আদালতে সিএএ সংক্রান্ত মামলার শুনানি জরুরি ভিত্তিতে করার পক্ষে সওয়াল করেন শীর্ষ আইনজীবী কপিল সিব্বল। এরপরই প্রধান বিচারপতি এস এ বোবডের বেঞ্চ জানায়, এ ব্যাপারে কোনও জবাব দেয়নি কেন্দ্র সরকার।

আরও পড়ুন: ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া হয়নি, সংসদে জানাল সরকার

প্রধান বিচারপতির বেঞ্চের একথা শুনে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানান, কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে জবাব দেবে কেন্দ্র সরকার। তখন কপিল সিব্বলকে হোলির পর এ ব্যাপারটি উত্থাপন করতে বলেন প্রধান বিচারপতি বোবডে।

আরও পড়ুন: ‘ভারত ভাগ হয়ে যাচ্ছে’, দিল্লির হিংসা কবলিত এলাকা দেখে বললেন রাহুল

জানা গিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কমপক্ষে ১৪৩টি আবেদন জমা পড়েছে আদালতে। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, সিএএ সংবিধান বিরোধী। আবেদনকারীদের মধ্যে রয়েছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের সাংসদরা, এআইএমআইএম প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওয়াইসি, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন, ত্রিপুরার রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর দেব বর্মন।

সিএএ বিরোধিতায় গর্জে উঠেছে গোটা দেশ। সিএএ পাসের পরই দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। কয়েকদিন আগেই সিএএ-কে ঘিরে সংঘর্ষে রক্তাক্ত হয় দিল্লি। কলকাতার পার্ক সার্কাস ও দিল্লির শাহিনবাগে সিএএ বিরোধিতায় অবস্থান বিক্ষোভ অব্যাহত।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national national news caa
Advertisment