সুপ্রিম কোর্টে পুনর্বহাল গগৈয়ের অভিযোগকারিণী

ওই মহিলা ফের কাজে যোগ দিয়েছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর। তাঁর সব বকেয়া বেতনও মেটানো হয়েছে বলে জানা যাচ্ছে।

ওই মহিলা ফের কাজে যোগ দিয়েছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর। তাঁর সব বকেয়া বেতনও মেটানো হয়েছে বলে জানা যাচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
ranjan gogoi, রঞ্জন গগৈ, ranjan gogoi sexual harassment charges, গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, সুপ্রিম কোর্ট supreme court, রঞ্জন গগৈ, ranjan gogoi cji, indian express bangla news, সুপ্রিম কোর্ট

প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টেরই এক মহিলা কর্মী। সেই অভিযোগকারিণীকে চাকরিতে পুনর্বহাল রাখল দেশের শীর্ষ আদালত। ওই মহিলা ফের কাজে যোগ দিয়েছেন বলে ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর। তাঁর সব বকেয়া বেতনও মেটানো হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisment

উল্লেখ্য, ২০১৪ সালের মে মাসে সুপ্রিম কোর্টে কাজে যোগ দেন ওই মহিলা। পরে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের রেসিডেন্স অফিসে যোগ দিয়েছিলেন তিনি। সে সময়ই তাঁর সঙ্গে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন ওই মহিলা। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে এহেন অভিযোগ জানানোর পর তাঁকে বদলি করা হয় ও পরে চাকরি থেকে বহিষ্কার করা হয় বলে দাবি করেছিলেন ওই মহিলা।

আরও পড়ুন: সিএএ-তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, চার সপ্তাহের মধ্যে কেন্দ্রের জবাব তলব

যৌন হেনস্থার অভিযোগে ইন-হাউস কমিটি গড়া হয়েছিল। এই অভিযোগের প্রেক্ষিতে বর্তমান বিচারপতি এস এ বোবদে, ইন্দু মলহোত্রা, ইন্দিরা ব্যানার্জির কমিটি তদন্ত করে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে ক্লিনচিট দেয়। এই অভিযোগ ‘সর্বৈব মিথ্যা’ বলে সে সময় দাবি করেছিলেন সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল।

Advertisment

এরপর ওই মহিলা আরও অভিযোগ জানান যে দিল্লি পুলিশে কর্মরত তাঁর স্বামী ও দেওরকে সাসপেন্ড করা হয়েছিল। ২০১৯ সালের জুন মাসে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ওই মহিলার স্বামী ও দেওরকে দিল্লি পুলিশে পুনর্বহাল করা হয়েছে। অন্যদিকে, গত বছর মার্চে সুপ্রিম কোর্টে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ ওঠে ওই মহিলার বিরুদ্ধে।

Read the full story in English

supreme court