শীর্ষ আদালত বড়সড় স্বস্তি দিল অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরকে। তাঁকে এর আগে দেওয়া অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ আরও বাড়াল সুপ্রিম কোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জুবেরের অন্তর্বতীকালন জামিন-মেয়াদ বহাল থাকবে বলে মঙ্গলবার জানিয়েছে সর্বোচ্চ আদালত। উত্তরপ্রদেশ পুলিশের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে এদিন এই নির্দেশ শীর্ষ আদালতের।
জুবরের টুইট পোস্ট হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ উত্তরপ্রদেশ পুলিশের। থানায় অল্ট নিউজ প্রতিষ্ঠাতা জুবরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। এদিকে, এই মামলায় গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে জুবেরকে ৫ দিনের অন্তর্বর্তী জামিন দেয়।
মঙ্গলবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার বেঞ্চে উত্তর প্রদেশের সীতাপুর থানার এফআইআর বাতিলের আবেদনের শুনানি হয়। অতিরিক্ত সলিসিটর জেনারেল এস ভি রাজু রাজ্যের পক্ষে সওয়াল করেন। তিনি আদালতকে জানান, জুবেরকে ইতিমধ্যেই গত ৮ জুলাই আদালত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। রাজ্যেরও পাল্টা হলফনামা দাখিল করতে আরও কিছুটা সময় লাগবে।
আরও পড়ুন- ‘জনসংখ্যা বৃদ্ধিতে ধর্মভেদে ভারসাম্যের অভাব, দেশে নৈরাজ্য সৃষ্টি করবে’, দাবি যোগী আদিত্যনাথের
অন্যদিকে জুবরের আইনজীবী কলিন গনসালভেস আদালতে জানান, জুবেরের অন্তর্বর্তীকালীন জামিন-মেয়াদ ছিল মাত্র পাঁচ দিনের জন্য। মঙ্গলবারই সেই মেয়াদ শেষ হবে। এরপরেই সুপ্রিম কোর্টের বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে তাঁদের জবাব দাখিলের জন্য চার সপ্তাহের সময় দেয়। একইসঙ্গে জুবেরের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদও বাড়িয়ে দেয়। আগামী ৭ সেপ্টেম্বর এ বিষয়ে ফের শুনানি হবে সর্বোচ্চ আদালতে।
এর আগে গত ৮ জুলাই, বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি জে কে মহেশ্বরীর বেঞ্চ অল্ট-নিউজ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের পাঁচ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। এই সময়ের মধ্যে তিনি টুইটে কোনও পোস্ট করতে পারবেন না বলেও নির্দশ দিয়েছিল শীর্ষ আদালত।