Advertisment

খোদ প্রধান বিচারপতির নাম করে ভুয়ো পোস্ট, সতর্ক করল শীর্ষ আদালত

ভুয়ো পোস্টে কী লেখা ছিল?

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court flags viral social media post

সংবিধান রক্ষায়, CJI  চন্দ্রচূড়কে উদ্ধৃত করে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে তার সত্যতা কী? এই পোস্ট ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে দেশ জুড়ে। ভাইরাল এই পোস্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে উদ্ধৃত করে লেখা হয়েছে যে সংবিধান রক্ষায় জনগণকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত।

Advertisment

সোমবার (১৪ আগস্ট) প্রধান বিচারপতির নামে সোশ্যাল মিডিয়ায় ভাইরালহওয়া একটি পোস্ট ‘খণ্ডন’ করে সুপ্রিম কোর্ট। এই মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে উদ্ধৃত করে এই পোস্টে লেখা হয়েছে, ‘সংবিধান রক্ষায় জনগণের উচিত সরকারের বিরোধিতা করা’।

আদালতের দেওয়া প্রেস রিলিজে পুলিশকে এমন ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশের কথা বলা হয়েছে। এই ভুয়ো পোস্টে সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়ের ছবি উদ্ধৃত করে জনগণকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের বিবৃতি

সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে বলেছে যে বিষয়টি আদালতের নজরে এসেছে যে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে দেশের প্রধান বিচারপতিকে উদ্ধৃত করে ভুয়ো মন্তব্য করা হয়েছে।

"খারাপ উদ্দেশ্য নিয়ে পোস্ট করা হয়েছে"

এতে আরও বলা হয়েছে যে এই পোস্টটি ভুয়ো, ভুল উদ্দেশ্য নিয়ে করা এটি করা হয়েছে।প্রধান বিচারপতির তরফে এই ধরনের কোনো পোস্ট জারি করা হয়নি বা তিনি এ ধরনের কিছু বলেননি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভুয়ো পোস্টে কী লেখা ছিল?

ভুয়া পোস্টে সিজেআই-এর উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে যে আমরা ভারতের সংবিধান, ভারতের গণতন্ত্র বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করছি, তবে এক্ষেত্রে আপনাদের সহযোগিতাও খুবই জরুরি।

এতে আরও লেখা হয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে পথে নেমে সরকারের কাছে তাদের অধিকার আদায় করতে হবে। এই স্বৈরাচারী সরকার মানুষকে ভয় দেখাবে। কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। সাহস করে সরকারের কাছে এর হিসাব নিতে হবে।আমি আপনাদের সঙ্গে আছি”।  

CJI
Advertisment