Advertisment

পূর্ণ ক্ষমতায় কাজ করবে শীর্ষ আদালত, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র

author-image
IE Bangla Web Desk
New Update
SC new judges, SC 2 new judges, SC judges, Centre SC judges, Supreme Court judges, Supreme Court, Indian Express

বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকার এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমারকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। নতুন ২ বিচারপতির নিয়োগের ফলে, সুপ্রিম কোর্ট এখন থেকে ৩৪ জন বিচারপতির পূর্ণ ক্ষমতায় কাজ করবে। শেষবার সুপ্রিম কোর্টে ৩৪ জন বিচারপতির পূর্ণ ক্ষমতায় তার কার্যক্রম চালায় ২০১৯ সালের সেপ্টেম্বর নভেম্বর পর্যন্ত।

Advertisment

এর আগে গত সপ্তাহেই সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশ মেনেই পাঁচ বিচারপতির নাম অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। বিচারপতিদের নিয়োগের সুপারিশ রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দেওয়া হলে মেলে অনুমোদ্নও। সোমবারই নতুন পাঁচ বিচারপতি শপথ নেন। পাঁচ নতুন বিচারপতি হলেন – রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি পঙ্কজ মিঠাল, পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় করোল, মণিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি পিভি সঞ্জয় কুমার, পাটনা হাইকোর্টের বিচারপতি আসাউদ্দিন আমানুল্লাহ ও এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মনোজ মিশ্র।

আরও পড়ুন: < ‘SSLV-D2’-এর সফল উৎক্ষেপণ, জেনে নিন এর বিশেষত্ব >

সুপ্রিম কোর্টের কলেজিয়াম মাত্র কিছুদিন আগেই বিচারপতি পদে নতুন করে আরও দু’জনের নাম সুপারিশ করেছিল। এবার কলেজিয়ামের সেই সুপারিশকেও সিলমোহল দিল কেন্দ্র। সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ৩১ জানুয়ারি, শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি অরবিন্দ কুমারের নাম সুপারিশ করেছিল।

Supreme Court of India
Advertisment