শিনা বোরা হত্যামামলায় সাড়ে ছবছর পর বুধবার জামিন পেলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়। বুধবার তাঁকে জামিন দেওয়ার সময় সুপ্রিম কোর্ট জানায়, সাড়ে ছবছর ধরে জেলে রয়েছেন ইন্দ্রাণী। তা-ও আবার তাৎক্ষণিক প্রমাণের ভিত্তিতে। সাক্ষীদের মধ্যে অর্ধেককেও যদি সওয়াল-জবাব করা হয় তাহলেও এই ট্রায়াল দ্রুত শেষ হবে না।
এদিন ট্রায়াল কোর্টের সন্তুষ্টির ভিত্তিতে ইন্দ্রাণীকে জামিন দেয় শীর্ষ আদালত। তবে এই মামলায় আরেক অভিযুক্ত পিটার মুখার্জির ক্ষেত্রে যা যা শর্ত আরোপিত তা ইন্দ্রাণীর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। জানিয়েছে শীর্ষ আদালত। বার এন্ড বেঞ্চের রিপোর্ট অনুযায়ী, সাড়ে ছবছর ট্রায়াল চলার পর জামিন পেলেন ইন্দ্রাণী।
আরও পড়ুন মেদ ঝরাতে প্লাস্টিক সার্জারি, মৃত্যু অভিনেত্রীর, কতটা নিরাপদ এই সার্জারি?
প্রসঙ্গত, ২০১২ সালে ২৪ এপ্রিল নিজের মেয়ে শিনা বোরাকে খুনের দায়ে মামলা চলছিল মূল অভিযুক্ত ইন্দ্রাণীর বিরুদ্ধে। ২০১৫ সালের ২৫ অগস্ট তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। প্রাক্তন স্বামী পিটার মুখার্জি, যিনি স্টার ইন্ডিয়ার প্রাক্তন সিইও এবং আরেক প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নাকে এই মামলায় গ্রেফতার করা হয়। গত বছর পিটার জামিন পেয়েছেন।