Advertisment

NewsClick: অভিযোগ ভিত্তিহীন, নিউজক্লিকের এডিটরকে মুক্তির নির্দেশ, বিরাট স্বস্তিতে প্রবীর পুরকায়স্থ

ইউএপিএ মামলায় অভিযুক্ত 'নিউজ ক্লিকের' সম্পাদককে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
NewsClick founder-editor Prabir Purkayastha

নিউজক্লিকের প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রবীর পুরকায়স্থ। (ফাইল ছবি)

বড়সড় স্বস্তিতে নিউজক্লিক সংস্থার প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ। বুধবারই সুপ্রিম কোর্ট তাঁকে মুক্তির নির্দেশ দেয়। পাশাপাশি প্রবীর পুকায়স্থ'র 'গ্রেফতারিকে বেআইনি বলেও উল্লেখ করেছে সর্বোচ্চ আদালত।

Advertisment

ইউএপিএ মামলায় অভিযুক্ত 'নিউজ ক্লিকের' প্রতিষ্ঠাতা সম্পাদককে অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিউজ ক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি এবং রিমান্ডকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। চিনা অর্থায়নের অভিযোগে গত বছরের অক্টোবরে পুরকায়স্থকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।

বুধবার (১৫ মে) সুপ্রিম কোর্ট ইউএপিএ মামলায় নিউজ ক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থর গ্রেফতারিকে বেআইনি বলে উল্লেখ করেছে। পাশাপাশি এদিন সুপ্রিম কোর্ট সাংবাদিক প্রবীর পুরকায়স্থকে মুক্তির নির্দেশ দিয়েছে। চিনা অর্থায়নে ভারতবিরোধী কার্যকলাপের অভিযোগে নিউজ ক্লিকের সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। এরপর থেকে তিনি তিহাড় জেলে বন্দী ছিলেন।

লাইভ ল-এর রিপোর্ট অনুসারে, সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে রিমান্ড আবেদনের একটি প্রতিলিপি পুরকায়স্থ এবং তার আইনজীবীর কাছে ৪ অক্টোবর, ২০২৩-এ রিমান্ড আদেশ জারি করার আগে হস্তান্তর করা হয়নি। অর্থাৎ গ্রেফতারের কারণ লিখিতভাবে তাদের জানানো হয়নি।

সুপ্রিম কোর্ট আইনের দৃষ্টিকোণ থেকে পুরকায়স্থের গ্রেফতার ও রিমান্ডকে অবৈধ ঘোষণা করে এবং তার মুক্তির নির্দেশ দেয়। বন্ডের ভিত্তিতে নিউজক্লিকের এডিটরকে অবিলম্বে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে ট্রায়াল কোর্ট জামিনের শর্ত ধার্য করবে। পুরকায়স্থ গত বছরের ৩ অক্টোবর থেকে ইউএপিএ-এর অধীনে জেলবন্দী ছিলেন। আদালতে পুরকায়স্থের পক্ষে যুক্তি পেশ করেন কপিল সিব্বল।

নিউজ ক্লিক মামলায় অভিযোগ কী?

দিল্লি পুলিশের এফআইআর অনুসারে, নিউজ পোর্টালটি ভারতের সার্বভৌমত্বকে ব্যাহত করতে এবং দেশের বিরুদ্ধে অসন্তোষ তৈরি করতে চিনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়েছে বলে অভিযোগ। এর পাশাপাশি দিল্লি পুলিশ তার চার্জশিটে জানিয়েছে পুরকায়স্থ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করেছে পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি অ্যান্ড সেক্যুলারিজম (প্যাডস) নামে একটি গোষ্ঠীর সঙ্গেও ষড়যন্ত্র করে।

supreme court
Advertisment