‘‘সূর্যালোক হল সেরা জীবানুনাশক’’, আর একথা বলেই আরেক যুগান্তকারী রায় শোনানো হল সুপ্রিম কোর্টে। বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতকক্ষে কী হচ্ছে, তা এবার আম আদমির গোচরে আসবে। স্বচক্ষে আদালতের শুনানি পর্ব দেখার সুযোগ মিলবে এবার। বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবার আদালতকক্ষে লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি দিল দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে বিচারপ্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়বে বলেই পর্যবেক্ষণ করা হয়েছে শীর্ষ আদালতে।
আদালতকক্ষে লাইভ স্ট্রিমিংয়ের অনুমতির রায় শুনিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ। এ রায় দিতে গিয়ে দেশের সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ করেছে যে, আদালতকক্ষে কী হচ্ছে তা সাধারণ মানুষকে জানতে দেওয়া হোক। সকলেরই জানা উচিত যে কী হচ্ছে। লাইভ স্ট্রিমিং হলে বিচারপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা যাবে বলেও পর্যবেক্ষণ করা হয়েছে সর্বোচ্চ আদালতের তরফে। লাইভ স্ট্রিমিং হলে তা জনস্বার্থেও কাজে লাগবে বলে মত দিয়েছেন বিচারপতিরা। লাইভ স্ট্রিমিং হলে আইনি পড়ুয়ারাও উপকৃত হবেন বলেও পর্যবেক্ষণ করেছেন বিচারপতিরা।
আরও পড়ুন, ফারুকি রায় বৃহত্তর বেঞ্চে নয়- সুপ্রিম কোর্ট, ২৯ অক্টোবর রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি
উল্লেখ্য, গত মাসে পাইলট প্রজেক্ট হিসেবে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল প্রস্তাব দিয়েছিলেন যে, শুধুমাত্র প্রধান বিচারপতির এজলাসেই মামলাগুলির লাইভ স্ট্রিমিং করা হোক। ওই প্রস্তাবে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন, পাইলট প্রজেক্ট সফল হলে, আগামী দিনে তা সব আদালতে শুরু করা হবে। তবে সুপ্রিম কোর্টের সব মামলাই লাইভ স্ট্রিমিং করা হবে এদিন রায় দেওয়া হয়েছে আদালতের তরফে। আদালতে লাইভ স্ট্রিমিং করার অনুমতি মিললেও সব মামলার ক্ষেত্রে তা করা যাবে কিনা তা নিয়ে নির্দেশিকা থাকছে জানানো হয়েছে।
অন্যদিকে, আদালতে লাইভ ও সম্প্রচারের মধ্যে ১০ মিনিট মতো সময়ের ফারাক থাকার কথা বলা হয়েছে। আদালতকক্ষে এমন কিছু ঘটলে যা দেখানো ঠিক হবে না, তা এডিট করে সম্প্রচারের জন্যই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আইনজীবী ইন্দিরা জাইজিং, ম্যাথু নেদুম্পারা, একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও আরও কয়েকজনের পিটিশনের ভিত্তিতে এই রায় দিয়েছে আদালত।