Advertisment

'সনাতন ধর্ম' নিয়ে মন্তব্যের জের, স্ট্যালিন পুত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ সর্বোচ্চ আদালতের

সনাতন ধর্মকে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে নির্মূলের ডাক দেন উদয়নিধি।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court notice to Udhayanidi Stalin, Udhayanidi Stalin, Sanatana Dharma remarks",

সনাতন ধর্মকে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে নির্মূলের ডাক দেন উদয়নিধি।

তামিলনাড়ু সরকারের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকে নোটিস, 'সনাতন ধর্ম' নিয়ে মন্তব্যের জেরে মামলা। একই সঙ্গে তামিলনাড়ু সরকারের মন্ত্রী উদয়নিধি ছাড়াও আরও ১৪ জনকে নোটিস ধরানো হয়েছে। তামিলনাড়ুর সরকার, তামিলনাড়ু পুলিশ এবং সিবিআইকে নোটিস দিয়েছে সর্বোচ্চ আদালত।

Advertisment

সনাতন ধর্মকে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে নির্মূলের ডাক দেন উদয়নিধি। তাঁর মন্তব্যের বিরুদ্ধে সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং, অমিত মালব্য'র মত বিজেপি নেতারা।

সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য তামিলনাড়ুর মন্ত্রী ও ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে শুক্রবার (২২শে সেপ্টেম্বর) নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। এছাড়া ডিএমকে নেতা এ রাজার বিরুদ্ধেও নোটিস জারি করা হয়েছে।

চেন্নাইয়ের একজন আইনজীবী তামিলনাড়ুতে সনাতন ধর্মের বিরুদ্ধে আয়োজিত অনুষ্ঠানগুলিকে অসাংবিধানিক ঘোষণা করার দাবিতে একটি পিটিশন দাখিল করেছেন। বিষয়টি এখন সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। পিটিশনে, এফআইআর নথিভুক্ত করার এবং সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়া উদয়নিধি স্টালিন এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। দুই নেতার বিরুদ্ধেই নোটিস জারি করে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট।

শুক্রবার সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার জন্য তামিলনাড়ু সরকারের মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকে নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। উদয়নিধি স্ট্যালিন ডেঙ্গু এবং ম্যালেরিয়ার সঙ্গে সনাতন ধর্মকে তুলনা করা তা নির্মূলের ডাক দেন।

প্রথমে উদয়নিধি এবং তারপর প্রিয়াঙ্ক খাড়গের বক্তব্যের পর ফের ঝড় উঠেছে রাজনীতিতে। এই ধরণের বক্তব্য নিয়ে থানায় অভিযোগও করা হয়েছে। সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করার জন্য তামিলনাড়ুর যুব কল্যাণ ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী উদয়নিধি স্টালিন এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের ছেলে প্রিয়াঙ্ক খার্গের বিরুদ্ধে ইউপির রামপুরের সিভিল লাইনস থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উদয়নিধির পর এবার আরেক ডিএমকে নেতা সনাতন ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সাংসদ এ. রাজা সনাতন ধর্মকে কুষ্ঠ ও এইচআইভির মতো রোগের সঙ্গে তুলনা করেছিলেন।

Stalin
Advertisment